আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১১

জ্বীনের গাড়ি-ধাক্কা


লিখেছেন গোলাপ মাহমুদ 

মদীনা থেকে তাবুক ভ্রমণের পথিমধ্যে ওয়াদি-আল-জ্বীন (Wadi Al Jinn) স্হানটির অবস্থান। এটি মদীনা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। এই আলৌকিক স্হানটিতে জ্বীন জাতির কর্মকাণ্ডের প্রত্যক্ষ প্রমাণ আজও বিদ্যমান। সে কারণে মুমিন মুসলামানদের কাছে এ স্থানটির এক বিশেষ গুরুত্ব আছে। স্থানটির আরেক নাম 'ওয়াদি-আল বায়দা'। 

আয়েশা কর্তৃক বর্ণিত আছে যে, হুজুরে পাক মহা-ম্যাড ইরশাদ ফরমাইয়াছেন, "একটি সেনা বাহিনী ক্বাবা আক্রমণ করবে এবং যখন তারা ওয়াদি-আল বায়দায় আসবে, তখন মাটি তাদের সবাইকে গ্রাস করবে" (বুখারীঃ ভলুউম ৩, বই ৩৪, নম্বর ৩২৯)।

মুমিন বান্দারা কুরানে বর্নিত 'জ্বীন জাতীর' সত্যতার প্রমাণ এ জায়গাটিতে চাক্ষুস দেখতে পান। তাঁরা অবিশ্বাসীদের সেটার প্রমাণও দেখাতে পারেন এ স্হানটিতে। যে কোন গাড়ি-ইঞ্জিন বন্ধ ও নিউট্রাল গিয়ারে থাকা অবস্থায় ঊর্দ্ধাভিমুখে (ঢালুর বিপরীতে) চলতে থাকে, ক্রমান্বয়ে তার গতি বাড়তে থাকে এবং সর্বোচ্চ গতি ১২০ মিটারের ও বেশী হতে পারে। তারা বিশ্বাস করেন এই অলৌকিক ঘটনার কারন হলো "জ্বীন"। 

জ্বীনেরা তাদের এলাকায় কোনো গাড়ীর আনাগোনা বরদাস্ত করে না। তাই তারা গাড়ীটিকে ধাক্কা দিয়ে তাদের এলাকার বাহিরে ফেলে দিতে চেষ্টা করে। বিশ্বাস না হলে দেখুন নিচের তিন ও এক মিনিটের দু'টি ভিডিও: 



এই চাক্ষুস প্রমাণ দেখানোর পরও অবিশ্বাসী ও নাস্তিক জনগোষ্ঠী 'জ্বীন জাতির' অস্তিত্বে বিশ্বাস করেন না। শুধু জ্বীনই বা বলি কেন, কোন অলৌকিকত্বকেই তাঁরা বিশ্বাস করেন না। সব কিছুতেই তারা "লৌকিক কারন" খোঁজেন এবং সমস্ত অলৌকিক ঘটনাকে 'বিজ্ঞান' দিয়ে ব্যাখা করেন। এই গাড়ী চালানো 'জ্বীনের রহস্যকেও' তাঁরা ধরে ফেলেছেন। প্রমাণ করেছেন, এটি কোনও জ্বীনের কাণ্ড নয়। নিতান্তই স্বাভাবিক ঘটনা।

পুরো ব্যাপারটাই হলো দৃষ্টি-ভ্রম (Optical Illusion). গাড়ী আসলে গড়াচ্ছে ঢালুর দিকে অর্থাৎ ওপর থেকে নীচে। মাধ্যাকর্ষণ (Gravity) শক্তির স্বাভাবিক নিয়মে। জাপানী বিজ্ঞানী কুকিচি সুগিহারা এই দৃষ্টি-ভ্রম ব্যাপারটির চাক্ষুস প্রমাণ দিয়ে ২০১০ সালের শ্রেষ্ঠ আন্তর্জাতিক পুরস্কারটি জিতে নেন। 

নিচের দুটো ভিডিও দেখুন, এক-একেকটি দেড় মিনিটের। 

Impossible motion: magnet-like slopes


Impossible Balls Illusion! 


বস্তুত পৃথিবীর বহু স্থানেই এই (Gravity Hill /Magnetic Hill) আপাত অলৌকিক দৃষ্টি-ভ্রম ব্যাপারটি প্রত্যক্ষ করা যায়। 

Information about Gravity Hill (Magnetic Hill): 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন