সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১১

ইসলামের দৃষ্টিতে যিশু


যিশুকে নবী হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে কোরানে। কুমারী মাতার গর্ভে তার জন্ম, বলা হয়েছে সে কথাও। উল্লেখ করা হয়েছে তার ঘটানো অলৌকিক ঘটনাবলীর কথা। তবে মজার ব্যাপার হচ্ছে, যিশু প্রসঙ্গে কোরান ও বাইবেলের মধ্যে রয়েছে অস্বাভাবিক রকমের ব্যাপক বৈসাদৃশ্য।

আরও প্রশ্ন জাগে মনে: কোরানের দৃষ্টিভঙ্গি থেকে একটি ব্যাপার স্পষ্ট হয়ে ওঠে, খ্রিষ্ট ধর্মের ঈশ্বর ও ইসলামের আল্লাহ একজনই। তাহলে এই দুই ধর্মের ভেতরে কেন এতো পার্থক্য, বৈষম্য, কেনই বা এই দুই ধর্মের ভেতরে চিরজীবনের শত্রুতা, হানাহানি, হত্যাকাণ্ড?

ব্রিটেনের আইটিভি চ্যানেলের বানানো ছেচল্লিশ মিনিটের ডকুমেন্টারি। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন