লিখেছেন আসিফ মহিউদ্দীন
৪.
- এতই আপনাদের নাস্তিকদের অহংকার, তবে কোরানের মত একটা সুরা লিখে দেখান, নিদেন পক্ষে একটা আয়াত? কেউ কি পেরেছে, না পারবে কোরানের মত একটি আয়াত লিখে দেখাতে? পারলে তবেই আপনার কথা মেনে নেবো।
- "আলীফ জাম মীম"// "ৎ ঋ ড়"
- এটা কি কিছু হলো নাকি? এর অর্থ কি? হাবিজাবি কিছু বললেই হয়?
- আলীফ লাম মীমের অর্থ কি?
- এর অর্থ শূধু এর লেখক পরম করুণাময় জানেন।
- "আলীফ জাম মীম"/"ৎ ঋ ড়" এর অর্থও এর লেখক (আমি) জানেন, কিন্তু গুপ্তজ্ঞান বিধায় আপনাকে বলা যাচ্ছে না।
- শালা নাস্তিক কুনখানকার।
প্রতিটি ধর্মপ্রান আস্তিক এক একজন পটেনশিয়াল টেররিস্ট, সাম্প্রদায়িক চরিত্রের, জাতিগতবিদ্বেষী, বর্ণবাদী, নারী অবমাননাকারী। ঈশ্বরকে ধন্যবাদ যে, তারা তাদের নিজ নিজ ঈশ্বর প্রেরিত কেতাবসমুহ, তার বাণী এবং আদেশ নিষেধসমূহ সিরিয়াসলি আক্ষরিকভাবে নেয় না।
৬.
আস্তিকীয় আবালীয় মন্তব্য:
ধর্মীয় মৌলবাদও মৌলবাদ, নাস্তিকীয় মৌলবাদও মৌলবাদ! (যারা নিজেদের বিশ্বাসকেই শেষ কথা মনে করে, সেই অর্থে মৌলবাদ)
এখন এই বক্তব্য থেকে আরো কিছু বক্তব্য দেয়া যেতে পারে। যেমন:
# অশিক্ষিত থাকার ইচ্ছা এক ধরনের মৌলবাদ, শিক্ষাবিস্তারের কথা বলাও এক ধরনের মৌলবাদ!!!
(আমার বিশ্বাস - শিক্ষা প্রয়োজন, আরেকজনার বিশ্বাস হতে পারে - শিক্ষা খারাপ, অতএব আবালীয় যুক্তি অনুসারে উভয়ই মৌলবাদ)
# সবার জন্য বৈজ্ঞানিক চিকিৎসার পক্ষে বক্তব্য রাখা, আবার বৈজ্ঞানিক চিকিৎসার বিপক্ষে বক্তব্য রাখা উভয়ই মৌলবাদ!!!
# সকলের জন্য সমান অধিকারের পক্ষে আন্দোলন করা, এবং তার বিপক্ষে আন্দোলন করা, উভয়ই মৌলবাদ!!!
আমার বক্তব্য: নাস্তিকীয় মৌলবাদ বলেই কিছু নাই।
মৌলবাদ প্রতিষ্ঠিত হয় বিশ্বাসের উপরে, যুক্তি-প্রমাণ-তথ্য-উপাত্তের উপরে প্রতিষ্ঠিত কোনো তত্ত্ব মৌলবাদ হতে পারে না। নাস্তিকতা কোন বিশ্বাস নয়, এটা হচ্ছে বিশ্বাসহীনতা, যুক্তির সাহায্য বিশ্বাসকে যাচাই করে দেখা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন