গত মার্চ মাসের এই পোস্টে এমবেড করা ভিডিও উধাও হয়ে যাবার খবর দিলেন পাঠক কালাম। এর পরে আরেক সূত্র থেকে ভিডিও উদ্ধার করা সম্ভব হলো। আরও মজার কথা, যে স্লাইড শো থেকে ভিডিওটি বানানো হয়েছে, সেটিও পেয়ে গেলাম। এমবেড করছি দুটোই।
নবীজির পিতার নাম ছিলো আবদুল্লা, সে কথা তো সর্বজনবিদিত। কিন্তু ছিদ্রান্বেষী লোকের তো অভাব নেই আল্লাহর দুনিয়ায়! তারা নবীজির পিতা প্রকৃতপক্ষে কে, সেটা বের করতে পারেনি বটে, তবে আবদুল্লা যে তাঁর পিতা নন, সেটা জোর গলায় দাবি করছে ইসলামী তথ্যভাণ্ডার থেকে নানান সূত্র উল্লেখ করে।
খুবই কৌতূহলোদ্দীপক!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন