লিখেছেন দিলরুবা হোসাইন
৪.
সেজদা হলো মাথা নোয়ানো, কপালও মাটিতে ঠেকাতে হয়, পুরুষদের জোরে আল্লাহু আকবার বলতে হয়। কোরানে অনেকবার উল্লেখ আছে, আকাশ, সূর্য, চন্দ্র, তারকারাজি, পর্বতরাজি, বৃক্ষলতা আল্লাহকে সেজদা করছে। আবার ইউসুফ নবীকেও সেজদা করেছে। আকাশ, সূর্য, চন্দ্র, তারকারাজি, পর্বতরাজি, আল্লাহর তৈরী জড় বস্তু। এগুলোর কি মাথা/মস্তক আছে (!) সেজদা করার জন্যে? আল্লাহর তৈরি জড় বস্তুর সেজদা করার মাহাত্ম্যটা কী? ইবলিস কোরান পড়িয়া হাসে।
[সুরা হাজ্জ: ১৮] তুমি কি দেখনি যে, আল্লাহকে সেজদা করে যা কিছু আছে নভোমন্ডলে, যা কিছু আছে ভুমন্ডলে, সূর্য, চন্দ্র, তারকারাজি পর্বতরাজি বৃক্ষলতা, জীবজন্তু এবং অনেক মানুষ।
[সুরা ইউসুফ: ৪] যখন ইউসুফ পিতাকে বললঃ পিতা, আমি স্বপ্নে দেখেছি এগারটি নক্ষত্রকে। সুর্যকে এবং চন্দ্রকে। আমি তাদেরকে আমার উদ্দেশে সেজদা করতে দেখেছি।
৫.
মুসলমানদের সৃষ্টিকর্তা আল্লাহ। তাই মুসলিমদের বলতে শোনা যায়, আল্লাহর কসম কেটে বলছি এটা সত্য । আল্লাহর কসম কেটে মিথ্যা বললে কঠিন শাস্তি, এই কারণে কসম কাটা। আল্লাহর আবার সৃষ্টিকর্তা হলো ডুমুর, জয়তুন ফল,সিনাই প্রান্তরস্থ তুর পাহাড়! উনি উনার সৃষ্টিকর্তার কসম কেটে বলছেন ''শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের,এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের, আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।"
৬.
সোমালিয়া আল্লাহর সবচেয়ে বড় science lab! সোমালিয়ার মানুষদের (শিশুদেরও!) আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ final exam নিচ্ছেন: না খেয়ে ওরা মরে কি না।
[সুরা বাকারাহ: আয়াত ১৫৫] এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন