সোমালিয়ার ইসলামী দল আল-শাবাবের সমর্থনপুষ্ট রেডিও-স্টেশন পরিচালিত শিশুদের কোরান তেলওয়াত প্রতিযোগিতায় বিজয়ী পেয়েছে রাইফেল AK-47 ও ৪৫০ ডলার, দ্বিতীয় স্থান অধিকারী পেয়েছে রাইফেল AK-47 ও ৩২৫ ডলার এবং তৃতীয় স্থান অধিকার করেছে যে বালক, তাকে দেয়া হয়েছে দুটো F1 হ্যান্ড গ্রেনেড ও ২৫০ ডলার। এছাড়া তাদের প্রত্যেকে পেয়েছে ধর্মীয় পুস্তক।
শীর্ষ ইসলামী নেতা ও মুখপত্রদের উপস্থিতিতে উপহার বিতরণ করা হয়েছে এবং অনুষ্ঠানের ছবি প্রকাশ করা হয়েছে দলের ওয়েবসাইটে।
অপ্রাপ্তবয়স্ক বালকদের হাতে অস্ত্র তুলে দেয়ার ভেতরে "অস্বাভাবিক" কিছু নেই কিন্তু। কারণ এই ইসলামী দল ১৫ বছরেরও কম বয়সীদেরকে দলের পক্ষে যুদ্ধ করতে নিয়োগ করেছে নিয়মিতভাবে।
আর এ কথা স্বীকার করতেই হবে যে, কোরান তেলওয়াতের পুরস্কার হিসেবে রাইফেল ও গ্রেনেড কোরানের অজস্র আয়াত-উপযোগী। জিহাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠায় অস্ত্র খুবই কার্যকরী মাধ্যম।
২০০৯ সালেও এই ইসলামী দল কোরান ও সোমালিয়ার ভূগোল সংক্রান্ত কুইজ প্রতিযোগিতার পুরস্কার হিসেবে বরাদ্দ রেখেছিল রাইফেল ও অ্যান্টি-ট্যাংক মাইন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন