আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১১

লিংকিন পার্ক - ০৭


সময়াভাবে যে-বিষয়গুলো নিয়ে পোস্ট দেয়া হয়ে ওঠে না...

১.
দুনিয়াজুড়ে ব্যবসায় মন্দা যাক, অর্থনীতি ভেঙে পড়ুক, তবে ধর্মব্যবসা প্রায় সব সময়েই সতেজ। আর্থিক মন্দার ছোঁয়া তাতে সচরাচর লাগে না। 
(লিংক সৌজন্য: দাঁড়িপাল্লা)

২. 
মানবজীবনের উষালগ্ন। না, আদম-হাওয়া বিষয়ক দুর্বল কু-রূপকথা নয়, ডিসকাভারি চ্যানেলের অপূর্ব ডকুমেন্টারি।

৩. 
৯/১১ উপলক্ষে আয়োজিত একটি কার্টুন প্রতিযোগিতায় বিজয়ীসহ পঞ্চাশজনের আঁকা কার্টুন। কয়েকটি খুবই বুদ্ধিদীপ্ত।

৪. 
হালের ইসলামী নবী জাকির নায়েক গিয়েছিলেন মালদ্বীপে নেকচার দিতে। সেখানে তিনি অবকাশ যাপন করেছেন কোকো পাম নামক লাক্সারী হোটেলে। যেখানে মদ আর বিধর্মীদের যাতায়াত। সেখানে আবার তার স্ত্রী ব্যানানা বোটে চড়তে গিয়ে সামান্য আহত হন। খবরটি অবশ্য কিছুটা পুরনো হলেও কৌতূহলোদ্দীপক। 
(লিংক পাঠিয়েছেন শয়তানের চ্যালা) 

৫. 
পোপ বার্লিন সফরে আসছে ২২ সেপ্টেম্বর। তবে বার্লিন শহর কর্তৃপক্ষ তার ভ্রমণকে গুরুত্বই দেয়নি। "শুভেচ্ছা, স্বাগতম" জাতীয় লেখা সম্বলিত বড়ো বড়ো বিলবোর্ড টাঙানোর প্রস্তাব নাকচ করে দিয়েছে। এদিকে শতকরা ৮৬ জন জার্মান বলেছে, পোপের এই সফরের কোনও গুরুত্ব নেই (গুগল-অনুবাদ) তাদের কাছে। 

৬. 
পোপের জন্য আরও দুঃসংবাদ। মানবাধিকারবাদী আইনজীবীদের দল এবং ধর্মযাজকদের যৌননিপীড়নে ভুক্তভোগীরা পোপসহ ভ্যাটিক্যানের তিন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করেছে। ধর্মযাজকদের শিশুকামিতাকে প্রশ্রয় ও উৎসাহ দেয়া ছাড়াও তাদের ঘটানো অপরাধ সক্রিয়ভাবে গোপন রাখার কারণে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। রীতিমতো প্রাপ্য হলেও শাস্তি তারা শেষ পর্যন্ত পাবে না বটে, তবে একটা ঝাঁকুনি খাবে। একবারে নিষ্ক্রিয়তার চেয়ে সেটাও হবে মন্দের ভালো।

৭. 
মিস ইউনিভার্স বলেছে, তার সৌন্দর্যের কারণে সে ঈশ্বরে কাছে কৃতজ্ঞ! তার প্রতি ঈশ্বরের পক্ষপাতিত্বের কারণটা কী, এবং সেই ব্যাটা কেন অসংখ্য অ-সুদর্শন ও প্রতিবন্ধী পুরুষ-নারী সৃষ্টি করে, সেটা নিয়ে এই সুন্দরী কখনও ভেবেছে বলে মনে হয় না।

৮.
মরম্যান (mormon) নামের খ্রিষ্টান সম্প্রদায়রে এক ছেলের সঙ্গে এক নাস্তিক মেয়ের কথোপকথনের ভিডিও। মজাদার ও মাত্র দু'মিনিটের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন