আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১১

ইসলামী ইতরামি অষ্টমী


১.
চুয়াডাঙ্গায় চোদ্দ বছরের বালিকাকে ধর্ষণ করেছে ইমাম সাহেব। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইমাম সাহেব নবীজির যুগে জন্মালে এই ঝামেলা নির্ঘাত এড়াতে পারতো। 

২. 
আল্যাফাকের ভাষা আরবি শেখানোর সময় মাদ্রাসাশিক্ষক এক তরুণীর শ্লীলতাহানির চেষ্টা করে। সেই সময় আল্যার আরশ কেঁপে উঠেছিল কি না, সে বিষয়ে পত্রিকার প্রতিবেদনে কিছু বলা হয়নি।

৩. 
"যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়বো না..." - কাফের-কবির লেখা এই বাণীটি ইসলাম গ্রহণ করে নিতে পারে। কারণ ইসলাম ত্যাগকারীকে ইসলাম ছাড়ে না। তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এবং তাকে হত্যা করা মুসলিমের দায়িত্ব। এ কথা হাদিসে আছে, খোদ নবীজিই বলেছিলেন। আর তাই যখন এক সুইডেনবাসী ইমাম রেডিও-সাক্ষাৎকারে ইছলামী শান্তির এই বাণীর পুনরাবৃত্তি করে, তা নিয়ে হাউকাউয়ের কারণটা ঠিক বোধগম্য নয়।

৪. 
নারী-খতনার মতো বর্বর প্রথা এখন ইন্দোনেশিয়ায় সরকারী তত্ত্বাবধানে পালিত হবে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত নির্দেশনামা অনুসরণ করে। এখন থেকে নিশ্চয়ই ছহিহ ইছলামী উপায়ে মেয়েদের শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশটি ছেঁটে ফেলে তাদেরকে অনুভূতিহীন শস্যক্ষেত্রে রূপান্তরিত করা হবে ইনশাল্লাহ! 

৫. 
মুসলিম মেয়ের বিয়ে হতে পারে যে কোনও বয়সে, এমনকি সে যদি দোলনায় চড়ে বেড়াবার বয়সীও হয়। এমন একটি ফতোয়া জারি করেছে চৌদি আজবে সর্বোচ্চ ধর্মীয় পরিষদের অন্যতম এক সদস্য। তবে এটা কি নতুন কোনও খবর? শরিয়া আইনের কোথাও মুসলিম মেয়ের বিয়ের জন্য সর্বনিম্ন বয়স উল্লেখ করা তো নেইই, বরং খোদ কোরানে (সুরা ৬৫, আয়াত ৪) স্পষ্ট করেই উল্লেখ করা আছে, রজঃস্রাব শুরু হয়নি, এমন মেয়েও স্ত্রী হতে পারে। বলেন, আলহামদুলিল্লাহ।

৬.
ধর্মীয় স্বাধীনতা সবচেয়ে কম যে-দেশগুলোয়, সেগুলোর অধিকাংশ ইসলামী দেশ। দুঃখজনকভাবে বাংলাদেশের নামও আছে একটি তালিকায়।

৭.
বিট্রেনে এক বালক পথপাশে দাঁড়িয়ে ইসলাম প্রচার করছে। সবাইকে মুজাহিদ হবার আমন্ত্রণ জানাচ্ছে, দাওয়াত দিচ্ছে ইসলামের পথে আসার।


৮.
আপনাদের ধারণা, জাকাতের টাকা শুধু গরীব-দুস্থদের জন্য? মোটেও তা নয়। ইসলামের পথে আসতে পারে, এমন কারোর পেছনে এই অর্থ ব্যয় করা যায়েজ। এবং সবচেয়ে বড়ো কথা, জিহাদের পেছনেও জাকাতের অর্থ ব্যবহৃত হতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন