ধর্মহীনেরা কি পরকালে বিশ্বাস করে? একদমই না। তখন বিশ্বাসীরা বলে, কিন্তু আশা করতে দোষ কী? হ্যাঁ, সেটা সত্যি, আশা করতে কোনও দোষ নেই। তবে কোনওকিছুর আশা করা এবং তাতে ভিত্তি-প্রমাণহীনভাবে বিশ্বাস করার মধ্যে বিশাল ফারাক আছে। বস্তুত এই অন্ধবিশ্বাস সুস্থ বুদ্ধিমত্তাকে বিকল করে দেয় বলেই বিশ্বাসীদের অনেক আচরণ কখনও বিপজ্জনক, আবার কখনও তা আমাদের নির্মল হাসির খোরাক।
প্রিয় ইউটিউবার CultOfDusty-র পুরনো একটি ছোট্ট ভিডিও। তখনও সে অতোটা ক্ষ্যাপা ছিলো না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন