সোমবার, ৩ অক্টোবর, ২০১১

অভীকীয় অভিমত - ০১


লিখেছেন অভীক 

১.
ধর্ম হল মানুষের লেজের মত। স্বাভাবিকভাবে চলতে ফিরতে এটা কোনো কাজে লাগে না। কিন্তু কোনো লেজবিহীন মানুষ যদি কখনো অন্যের লেজে পাড়া দিয়ে দেয়, তখন তারা চেঁচিয়ে ওঠে, "ওই কাফিরের বাচ্চা কাফির, নিজের লেজ নাই বইলা তুই আমাগো লেজে আঘাত করস কেন?"

২. 
পৃথিবীতে দুই ধরনের ধার্মিক আছে। এক. যারা ধর্মকে মানবতার জন্য বলে মনে করে, এবং দুই. যারা মানবতাকে ধর্মের জন্য বলে মনে করে। আমাদের সমস্যা হল এই দ্বিতীয় শ্রেণীর ধার্মিকদের নিয়ে।

৩.
তাদের প্রশ্ন: নাস্তিকতা ধর্ম না হলে ফেসবুকে ধর্মের ক্যাটাগরিতে কেন তোমরা এটাকে লেখ?
আমার উত্তর: কারণ ফেসবুকের প্রোফাইলে যদি কোনো ক্যাটাগরি থাকে মাদক, আর কেউ যদি সেখানে লেখে মাদকাসক্ত নয়, তবে সেটা কোনো মাদকাসক্তি হয়ে যায় না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন