আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শনিবার, ১৫ অক্টোবর, ২০১১

অবর্ণিত পংক্তিমালা - ০২


লিখেছেন অবর্ণন রাইমস

৪. 
গম্ভীর কন্ঠ: সৌদি দেশে সৌদি আইন কার্যকর হয়েছে। এখানে কারো কিছু বলার থাকতে পারে না। যেই দেশে যাবে, সেই দেশের আইন মানতে হবে।

ফাজিল কন্ঠ: ফ্রান্সে নেকাব নিষিদ্ধ করা হয়েছে। ফ্রান্সে থাকা মুসলিমাদের সুন্নতি প্যাকেটজাত বদন এখন সবাই দেখে ফেলছে। ফ্রান্সে যে মুসলিম নারীরা থাকে, তারা সেই দেশের আইন মানলে আপনার কোন আপত্তি আছে?

গম্ভীর কন্ঠ: <নিশ্চুপ>

৫. 
তর্কযুদ্ধে হেরে যাবার ভয়ে কোনো কোনো শান্তিপ্রিয় মুমিন আগে থেকে স্বীকার করে নেয়, ধর্ম আসলে অন্ধ বিশ্বাস, কাজেই এটি নিয়ে তার কোনো যুক্তি দেবার ইচ্ছে নেই। দেখে মনে হয়, কুয়ায় নিচে পুঁতিগন্ধময় আঁধারে বসে থাকা একজনকে উঠে আসার জন্য একটা দড়ি দিলাম... সে বলল, এখানেই বেশ আরামে আছি। আমাকে আমার মত থাকতে দাও। 

কুয়ার ভিতর চোখ বুজে নিশ্চিন্তে থাকাই যায়। আকাশের দিকে না তাকালে উপরে উঠে আসতে চাইবেই বা কে? 

৬. 
আমরা বাতাস দেখি না। তার মানে এই নয় যে বাতাস নেই।
আমরা আল্লাহতায়ালাকে দেখতে পাই না। তার মানে এই নয় যে পরম করুণাময় আল্লাহতায়ালা নেই।
আমরা ঘোড়ার ডিম দেখতে পাই না। তার মানে এই নয় যে ঘোড়ার ডিম নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন