বুধবার, ১৯ অক্টোবর, ২০১১

নূরের পথ ছেড়ে আলোর পথে – ১৩


১. 
ব্রিটেনের অন্যতম প্রাচীন ও খ্যাতনামা পাবলিক স্কুলে উপাসনার জন্য নির্ধারিত ভবনটি ভেঙে ফেলা হয়েছে। সেখানে এখন নির্মাণ করা হবে বিজ্ঞান ক্লাসরুম।

২.
পোলিশ পার্লামেন্টে রাখা কাঠের ক্রুশটি সরিয়ে ফেলার আহ্বান জানিয়েছে এক রাজনৈতিক নেতা। পার্লামেন্ট সদস্যদের ৪০ জন এই দলের সদস্য। তার কথায় কাজ হয়তো হবে না, তবে গোঁড়া ক্যাথলিক কবলিত পোল্যান্ডের জন্যে এটিকেই শুভ লক্ষণ বলে ধরে নেয়া যায়।

৩. 
আমেরিকায় নাস্তিক্যবাদের উত্থান শুরু হতে না হতে "ধর্মীয় অধিকার" ব্যাকফুটে চলে গেছে। অর্থাৎ ধর্মের ভকিচকি মেরে যা খুশি করে পার পাওয়ার দিন আর নেই। 

৪. 
নাস্তিক্যবাদের প্রসার আমেরিকায় সত্যিই ঘটছে। ওয়াশিংটন পোস্ট থেকে। 

৫. 

৬. 
বর্তমান কালের খ্রিষ্টান তরুণ ও যুবক সম্প্রদায় প্রাকবিবাহ যৌনসম্পর্ক সংক্রান্ত ধর্মীয় নিষেধাজ্ঞা লংঘন করছে। শতকরা আশি জন স্বীকার করেছে এ কথা। ধর্মের ভুয়াত্ব নিশ্চয়ই স্পষ্ট হয়ে উঠেছে তাদের কাছে। 

৭. 
ধর্মসংশ্লেষহীন বিবাহ-অনুষ্ঠান পালন করতে আগ্রহী যুগলের সংখ্যা বাড়ছে ক্রমশ। 

৮. 
কানাডার অর্ধেক লোকের ধারণা, ধর্মের সুফলের চেয়ে ক্ষতি বেশি। 

৯. 
প্রায় দু'লক্ষ জার্মান গত বছরে ক্যাথলিক চার্চ ত্যাগ করেছে আনুষ্ঠানিকভাবে। এই সংখ্যা ২০০৯ সালের তুলনায় শতকরা পঞ্চাশ ভাগ বেশি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন