(নিজের হাতে মূর্তি বানিয়ে সেটার পুজা করার মতো নির্বোধও হতে পারে মানুষ! মূর্তিপুজা সব ধর্মেই অল্পবিস্তর আছে, তবে হিন্দুধর্ম এ ক্ষেত্রে নিরঙ্কুশভাবে অপ্রতিদ্বন্দ্বী বলেই মনে হয়। )
লিখেছেন অরুন্ধতী ঝিলি
দেবী দুর্গার অপর নাম দুর্গতিনাশিনী। লাখ-লাখ টাকা খরচা করে ভক্তরা প্রতিবছর মহাসমারোহে পুজাটি করে। কিন্তু আমি জানি, দুর্গতিনাশের জন্য কেউ দেবীর মুখাপেক্ষী থাকে না। সবাই কোনো না কোনোভাবে বোঝে, এই কর্মটি মানুষকেই করতে হয়, দেব-দেবীরা বড় অলস (অক্ষম বলতে বুকে বাজলো )! মনুষ্যপ্রজাতির মনের গভীরে এই সূক্ষ্ম অবিশ্বাসটুকু আছে বলেই গ্রন্থনিয়ন্ত্রিত জীবনের বাইরে আজকের সকল অর্জন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন