লিখেছেন অবর্ণন রাইমস
১.
মৃত্যুর পর কী হবে, সেটা একসময় কেউই বলতে পারে নাই। সেই সুযোগে ডিল্যুশনাল কিছু মানসিক রোগী নিজেদের মনের মাধুরী মেশানো কিছু কল্পনাকে মৃত্যুপরবর্তী জীবন হিসেবে চিত্রিত করে। আফসোস, স্বাভাবিক মানুষেরা আজও চোখ বন্ধ করে বিশ্বাস করতে পছন্দ করে, প্রশ্ন করতে ভয় পায়।
২.
এতো বড়ো মহাবিশ্ব নিয়ে ধার্মিকরা খুবই আশ্চর্য হয়, এবং আল্লার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়, তারপর নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ে। একজন বিজ্ঞানী এতো বড়ো মহাবিশ্ব দেখে অবাক হয়ে নির্ঘুম গবেষণা শুরু করেন; তাঁর কাছ থেকে আমরা অবাক করা সব সত্য পাই।
কোরান পড়ে নিশ্চিন্তে ঘুমানোর বদলে ব্রিফ হিস্ট্রি অব টাইম পড়ে আমি আকাশের দিকে তাকিয়ে নির্ঘুম রাত কাটিয়ে দেবো।
৩.
একজন মুসলিম যখন শোনে দুর্গার দশটা হাত, সে মুখ টিপে হাসে। ভাবে, ছেলেভুলানো রূপকথা। একজন হিন্দু যখন শোনে জ্বীন বলে একটা জিনিস আছে, সেটার পায়ের পাতা উল্টোমুখো, সে মুখ টিপে হাসে। ভাবে, ছেলেভুলানো রূপকথা।
আমি দুইজনকে দেখেই হাসি। দুইজনই আমাকে দেখলে দাঁত কিড়মিড় করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন