রবিবার, ২ অক্টোবর, ২০১১

ধর্মবিশ্বাস যেটার সমতূল্য


বহুবার একটি কথা বলেছি, কারুর ব্যক্তিগত ধর্মবিশ্বাস নিয়ে আমার কোনও সমস্যা নেই, যতোক্ষণ না তা ব্যক্তিগণ্ডি লংঘন করছে. যতোক্ষণ না সেটা সংঘবদ্ধ, যতোক্ষণ না সেটা আমার জীবনের ওপরে কোনওভাবে প্রভাব ফেলছে। কিন্তু ধর্মবিশ্বাস কখনওই গণ্ডিবদ্ধ হয়ে থাকতে চায় না, থাকতে পারেও না। 

কমেডিয়ান লী ক্যাম্প সে-কথাটিই বলছেন একটি অভিনব উপমা ব্যবহার করে। তাঁর বক্তব্যের ভঙ্গি খ্যাপা, বিরক্তিমাখা, এবং সে কারণেই আকর্ষণীয়। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন