১.
বিত্তবান চৌদি চুতিয়ারা পাঁচ থেকে বারো বছরের বালিকাদের কিনে নেয় যৌনদাসী হিসেবে। শিশুকামী ও দাসীভোগী নবীর দেশে সেটা খুব অস্বাভাবিক অবশ্য নয়।
২.
ইরানে এক অভিনেত্রীতে নব্বইটি বেত্রাঘাতসহ এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। খবরে বলা হচ্ছে, ইরানে শিল্পীদের ওপর সরকারি বিধিনিষেধ আরোপের বিষয়টি আলোকপাত করা হয়েছে—এমন একটি চলচ্চিত্রে অভিনয় করার জন্য তাঁকে এই দণ্ড দেওয়া হয়েছে।
(লিংকম্যান: পারভেজ)
৩.
শপিং করছিলেন তিনি। সেই সময় চৌদি ধর্মীয় পুলিশ তাঁকে আটক করে। অপরাধ - তাঁর পরনে ছিলো হাতাবিহীন শার্ট। ভাবছেন, কোনও মেয়ের কথা বলছি? না, তিনি পুরুষ। চৌদি আজবের একটি ফুটবল ক্লাবের কলোম্বিয়ান খেলোয়াড় তিনি।
৪.
চৌদি তরুণ সমাজের ওপর উল্কি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বলে উল্কি ঢেকে মাঠে নামার নির্দেশ বিভিন্ন চৌদি ফুটবল ক্লাবের বিদেশী খেলোয়াড়রা পেয়েছে চৌদি ধর্মীয় পুলিশের কাছ থেকে।
৫.
নিকাব নিষিদ্ধকরণের প্রতিবাদ করেছে ইছলামী ধাঁচে প্রগতিশীল নারীরাই।
৬.
"সেক্সি" জুতো পরার কারণে এক মেয়েকে গ্রেপ্তার করেছে ইরানী ধর্মীয় পুলিশ। অন্তত ভিডিওর বর্ণনায় সে-কথাই লেখা আছে।
৭.
যে কোরানের কিছু আয়াত জঙ্গিদের উদ্বুদ্ধ করেছে ৯/১১-র ঘটনা ঘটাতে, সেই কোরানের ১৫০টি কপি দিয়ে টুইন টাওয়ারের মডেল তৈরিকরে দুই চৌদি যখন সেটিকে শান্তিকামী শিল্পকর্ম বলে দাবি করে, আমার সেটা বিশ্বাস তো হয়ই না, বরং উপহাস বলে মনে হতে থাকে।
৮.
জঙ্গিদের জন্য অর্থসংগ্রহে এগিয়ে আসছে মুসলিমা গৃহবধূরাও।
৯.
এটি অবশ্য ইতরামির সংবাদ নয়। বিনোদনী সংবাদ।
রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রে অনুষ্ঠিত মুসলিম চলচ্চিত্র উৎসবের প্রধান পুরস্কারটি জিতে নিয়েছেন তুর্কী বংশোদ্ভুত জার্মান অভিনেত্রী, যিনি আগে দিলারা নামে পর্নো ছবিতে অভিনয় করতেন। আরও মজার ব্যাপার হচ্ছে, তিনি এর আগে ইসলামের সরাসরি সমালোচনা করে বলেছিলেন, সহিংসতা ইসলামের অবিচ্ছেদ্য অংশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন