বুধবার, ৫ অক্টোবর, ২০১১

বিনোদন-এ-ইছলাম


১.
মাওলানা সাঈদীর ওয়াজে নারী বিষয়ে একটি রিপোর্ট।

২.
মাওলানা সাঈদীর বিচারপ্রক্রিয়া শুরু হতে চলেছে। এ প্রসঙ্গে প্যারোডি-সংবাদের সাইট দৈনিক মগবাজার-এর একটি রিপোর্ট পড়ে পরম বিনোদিত হলাম।

৩.
প্যারোডি-সংবাদের একটি ইংরেজি সাইটের সন্ধান পেলাম সেদিন। তাদের স্লোগানটি বড়োই বুদ্ধিদীপ্ত: Breaking news. Into lots of little pieces

তো সেখানে তিনটি অতি চমৎকার চৌদি "সংবাদ" পাওয়া গেল। সময় থাকলে সবগুলোই অনুবাদ করে ফেলতাম  পাঠকদের উচিত হবে লিংক ধরে গিয়ে খবরগুলো সবিস্তারে পড়ে নেয়া।

এক. সেই দেশের নারীদেরকে ভোটের অধিকার দেবার পেছনে গোপন একটি কারণ আছে বলে জানিয়েছে এই সাইট। কারণটি হলো: এই অধিকার প্রদানের মাধ্যমে নারীবাদীদেরকে শনাক্ত করে তাদেরকে পাথর ছুঁড়ে হত্যা করা সহজ হবে।

দুই. সৌদি বৈজ্ঞানিকেরা জানিয়েছে, তথাকথিত vagina আসলে একটি কাল্পনিক ধারণা। জ্যোতিষবিদ্যা, আলকেমি ও পানি পবিত্রকরণবিদ্যায় পারদর্শী এই বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে সিদ্ধান্তে এসেছে যে, সেক্স থেকে আনন্দ পায় বলে মেয়েরা যে দাবি করে থাকে, সেটার কোনও ভিত্তিই নেই। কারণ vagina আসলে নিতম্বের পরিবর্ধিত অংশ।

তিন. সৌদি আরব মহাশূন্যে মানুষ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তার ব্যাপারটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে বলে প্রথমে পাঠানো হবে কোনও নারীকে, পরে যাবে কুকুর, তারপরে বানর এবং সবশেষে মানুষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন