১.
নবীর বয়স যখন ৫৪, তখন সে ৯ বছর বয়সী আয়েশাকে শয্যাসঙ্গিনী বানিয়েছে। নিচের খবরের বুড়োর বয়স ৫৫, ধর্ষিতার - ৮।
সিলেটে পঞ্চাশোর্ধ ইমাম কর্তৃক শিশু ধর্ষণ : লম্পট গ্রেফতার
সিলেট ব্যুরো
সিলেটে পঞ্চাশোর্ধ ইমাম কর্তৃক এক শিশুকন্যা ধর্ষিত হয়েছে। এ ঘটনায় পুলিশ লম্পট ইমামকে পুলিশ গ্রেফতার করেছে। সিলেটের জকিগঞ্জ উপজেলার ছয়ঘড়ি মসজিদের ইমাম কোয়ার্টারে এ ঘটনা ঘটে। জানা যায়, ১৫ সেপ্টেম্বর সকালে ওই শিশু (৮) মসজিদের মক্তবে পড়তে গেলে ইমাম মাওলানা আব্দুর রাজ্জাক শিক্ষার্থীদের ছুটির পর তাকে নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি প্রকাশ পেলে ধর্ষিতাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। ওসিসি থেকে অভিযোগ থানায় প্রেরিত হলে মামলা হয়। পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে লম্পট ইমামকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাওলানা আব্দুর রাজ্জাক (৫৫) জকিগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামের মৃত হাবিব আলীর পুত্র। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদ মিয়া জানান, ভিকটিমকে ওসিসিতে রেখে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে অন্য ওয়ার্ডে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জকিগঞ্জসহ সিলেটের সর্বত্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
(লিংক পাঠিয়েছেন: হাঁটুপানির জলদস্যু) ২.
ইছলামে তবে গ্রুপ সেক্সও হালাল? মারহাবা! মালয়েশিয়ার বাধ্য বধূ সংঘ-এর কথা মনে আছে? তারা "ইছলামী সেক্স তরিকা" নামের একটি পকেটবুক প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, কোনও মুসলিম পুরুষ তার স্ত্রীদের সঙ্গে গ্রুপ সেক্স করতে পারবে। কারণ Allah has granted man the ability to have simultaneous sex with all his wives এবং You [God] have said all these acts are halal, pure, beautiful and like a prayer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন