আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শনিবার, ৮ অক্টোবর, ২০১১

পূর্বপুরুষালি চিন্তা


লিখেছেন পূর্ব পুরুষ

১.
আল্লাহর আর আগের মত ক্ষমতা নাই। এখন হও বলিলেও কোনো কাজ হয় না। দিনে দিনে নাস্তিকের সংখ্যা বাড়িতেছে। আল্লাহ নিশ্চুপ, নির্বিকার। এই সুযোগে ইবলিশ বিদ্রোহ ঘোষণা করিয়াছে। আল্লাহ এদিক ওদিক ছুটাছুটি করিতেছে, কোনো কাজই হইতেছে না। শেষ পর্যন্ত আল্লাহ পৃথিবীর তাবৎ মুমিনগো আহবান করিল যাহাতে তাহারা যাহার যা আছে তাহা লইয়া শয়তানকে দমনের জন্য ছুটিয়া আসে। মুমিনরা এক পায়ে এগিয়ে আছে। সবাই খুন্তি, কুড়াল, লাঠি তলোয়ার ধার দিতেছে। ইহা দেখিয়া শয়তানের হাসি পাইতেছে। 
সম্প্রতি শয়তান একটি পারমাণবিক বোমা ফাটাইয়া ভুমিকম্পের সৃষ্টি করিয়াছে। ইহার মাধ্যমে আল্লার আরশ কাঁপিয়া উঠিয়াছে। পৃথিবীর মুমিনগন ইয়া নফসি ইয়া নফসি করিতেছে। আল্লাহ কহিল, আমার কুনো হাত নাই।

২.
আল্লাহ আমারে হেদায়েত কর। আমি তোমার গুণগান করে অমানুষ হতে চাই না। আমি চাই না বেহেস্তের হুরির লোভে অমানুষ হয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়তে। আমি চাই না তোমার বান্দা মুহম্মদের মত সন্ত্রাসী হতে।

৩. 
অসম (অনৈতিক) বিবাহসমূহ:
এক. যখন কোনো প্রৌঢ় ব্যক্তি ছয় বছরের মেয়েকে বিবাহ করেন।
দুই. যখন কোনো ব্যক্তি তাঁর পুত্রবধুকে (পালিত পুত্র হলেও) বিবাহ করেন।
তিন. যখন কোনো চাচা তার ভাতিজিকে বিবাহ করেন।
চার. যখন কোনো ব্যক্তি যুদ্ধক্ষেত্রে পরাজিত ও নিহত ব্যক্তির স্ত্রীকে জোরপূর্বক বিবাহ করেন।
পাঁচ. যখন কোনো ব্যক্তি নিজ লালসা মেটানোর জন্য একের পর এক বিবাহ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন