সময়াভাবে যে-বিষয়গুলো নিয়ে পোস্ট দেয়া হয়ে ওঠে না...
যদি কোনও মুসলিম বিশ্বাস করে পৃথিবী গোলাকার, সে নাস্তিক বলে গণ্য হবে। মাত্র সাঁইত্রিশ বছর আগে মদীনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সম্পাদনায় প্রকাশিত পুস্তকে লেখা আছে এ কথা। লেখকের নাম Sheikh Abdul Aziz Ben Baz, যাঁর পরিচয় Supreme religious authority,
২.
নুহের প্লাবন বিষয়ক কু-রূপকথা হাসি-ঠাট্টা, গবেষণা বিস্তর হয়েছে। তবে এই প্রসঙ্গ নিয়ে এমন বিজ্ঞাননির্ভর সরস লেখা অন্তত আমি আগে পড়িনি।
৩.
কিছু নাস্তিক্যবাদী টি-শার্ট।
৪.
ছোটলোক আর কাকে বলে... বাচ্চা বাচ্চা মেয়েরা ইস্কুল গেলেও এদের ধর্মানুনুভুতি উত্থিত হয়ে পড়ে! ইহা ইহুদি ইতরামি।
(স-ভূমিকা লিংক: কৌস্তুভ)
৫.
পাকিস্তানী নাস্তিক ও অজ্ঞেয়বাদীদের সাইটে জোকার নালায়েক ধোলাই।
৬.
আমার ধারণা ছিলো, তিন আব্রাহামীয় ধর্ম পরস্পরের সবচেয়ে বড়ো শত্রু। এতোদিন হয়তো সেটাই ছিলো। কিন্তু বিশ্বব্যাপী নির্ধার্মিকদের সংখ্যা "আশঙ্কাজনকভাবে" বাড়তে শুরু করলে তাদের উপলব্ধি হয়, তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, ব্যবসায় মুনাফা কমে আসছে। অতএব এখন তাদের বড়ো শত্রু নির্ধার্মিকেরা। গত রমজানের সময় ভ্যাটিকান মুসলিমদের উদ্দেশে যে বাণী ছিলো, তাতে ছিলো সম্মিলিতভাবে এদেরকে রুখে দাঁড়ানোর আহ্বান।
৭.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন