হে নবী, তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিতে চাও, তখন তাদেরকে তালাক দিয়ো ইদ্দতের* প্রতি লক্ষ্য রেখে এবং ইদ্দত গণনা করো...
তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের ঋতুবর্তী হওয়ার আশা নেই, তাদের ব্যাপারে সন্দেহ হলে তাদের ইদ্দত হবে তিন মাস। আর যারা এখনও ঋতুর বয়সে পৌঁছেনি, তাদেরও অনুরূপ ইদ্দতকাল হবে।
(সুরা ৬৫, আয়াত ১, ৪)
*ইদ্দত অর্থ - অপেক্ষা।
উপরোক্ত আয়াত হইতে আমরা কী বুঝিলাম? ইসলাম পুরুষকে একেবারে অরজস্বলা (ঋতুচক্র শুরু হয়নি, এমন) মেয়ে বিয়ে করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অনুমতিই শুধু দেয়নি, ব্যবহারান্তে অবোধ সেই নাবালিকাকে তালাক দেয়ার অনুমতিও দিয়েছে। কী মানবিক বিধান!
বিতর্কের সময় ইছলামীরা এই আয়াত থেকে কীভাবে পিছলায়, তা আমার জানা নেই, তবে পিছলানোর সুযোগ রাখেনি বিশিষ্ট ইসলামবিদেরাই। কোরানের আয়াত, সেটার বিবিধ তাফসির এবং হাদিস অর্থাৎ শুধুমাত্র ইছলামী সূত্র থেকে পাওয়া অসংখ্য উদ্ধৃতি কোরান তথা আল্লাহ-নবীর বিকৃতকামী চরিত্রটি আরও প্রবলভাবে প্রকাশিত ও প্রতিষ্ঠিত করে। এই ভিডিওটি এক কথায় অবশ্যদ্রষ্টব্য ও অবশ্যপ্রচারিতব্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন