ইসলাম নারীকে দিয়েছে সর্বোচ্চ সম্মান। নারীর প্রতি ইসলামের বিশেষ দায়িত্ব। তাকে পদে পদে নজরে রাখা, তার সমস্ত আচরণ নিয়ন্ত্রণ করা পুরুষের কর্তব্য। কারণ নারীরা হচ্ছে ভেড়ার পাল এবং পুরুষেরা মেষপালক। ঠিক এই ভাষাই ব্যবহার করেছে নারীজাতির মঙ্গলকামী মোল্লা।
পুরুষ-ডাক্তারের কাছে যাবার অধিকার তার নেই, ট্যাক্সিতে চড়া নিষিদ্ধ যদি পুরুষ-ড্রাইভার তাতে একা, যেসব পুরুষের সঙ্গে নারীর বিয়ে হবার তত্ত্বগত সম্ভাবনা রয়েছে, তাদের কারুর সঙ্গে একা তাকে থাকতে দেয়া যাবে না, ক্ষুধার্ত হলেও পিৎসা বা ওই জাতীয় কোনও খাদ্য অর্ডার দেয়া তার জন্যে হারাম যদি সে বাসায় একা থাকে, সন্তানের পুরুষ-শিক্ষকের সঙ্গে দেখা করার অধিবার তার নেই, পুরুষ-কর্মচারীর সঙ্গে হাসি-ঠাট্টার প্রশ্নই আসে না, পুরুষ-নারীর অর্ধউলঙ্গ ছবি সম্বলিত পত্রিকা নারীকে পড়তে দেয়া যাবে না...
এভাবে কি নারীর ওপরে জোর-জবরদস্তি করা হচ্ছে? হরণ করা হচ্ছে তাদের স্বাধীনতা? মোটেও তা নয়, এভাবে নারীজাতিকে পুরুষ রক্ষা করছে কুকর্ম থেকে, বিপজ্জনক পরিপার্শ্ব থেকে...
বলেন, সোবহানাল্লাহ।
বলেন, সোবহানাল্লাহ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন