নারী শষ্য নারী কর্ষ
নেই তো নারীর বিষাদ-হর্ষ,
পুরুষ হবে অগ্রগণ্য
নারী তারই ভোগ্যপণ্য!!
নারী মাতা, নারী ত্রাতা,
হেঁসেল ঠেলে খাদ্যদাতা।
খেয়ে পুরুষ পেটটি ভরে
খোদার কাছে শোকর করে!!
বন্দী থাকো ঘরে নারী
হেঁসেল তোমার মিতা,
আদর্শ হও তাদের মতো
দ্রৌপদী ও সীতা!!
নারী হলো নরকেরই দুয়ার,
নারী হলো সকল পাপের খনি;
কিন্তু পুরুষ মক্কাতে যায় হজে,
গিয়ে সেথায় চাটে লাতের যোনী!!
থাকবে নারী ঘরের ভেতর বন্দী
নিষিদ্ধ সব সঙ্গ পুরুষ জীবের,
কিন্তু তাতে নেই তো কোনো মানা
যত্ন করে পূজোয় লিঙ্গ শিবের!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন