আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১১

সে কথা রাখেনি


আজম খানের খুব জনপ্রিয় একটা গান ছিলো: আসি-আসি বলে তুমি আর এলে না...
কিশোর কুমারেরও একটা দারুণ গান ছিলো: সে তো এলো না...
আশা ভোঁশলেরও দুর্দান্ত একটা গান ছিলো: কথা দিয়ে এলে না...

যিশু আবার ফিরে আসবে বলেছিল। তার মৃত্যুর পরে হাজার দুই বছর কাটলো, সে কথা রাখেনি। যদিও সে 'এই এলো' বা 'আসছে' শোনা গেছে অগণ্যবার। কিন্তু কতো ধর্মবাজের কতো ভবিষ্যদ্বাণী ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে, যিশু আর ফিরে আসেনি।

সে কেন ফিরছে না, সে বিষয়ে একটি খুব মজাদার গান শুনলাম। গানটির সুর নেয়া হয়েছে বিটলসের ড্রামবাদক রিংগো স্টারের গাওয়া It don't come easy থেকে। এ প্রসঙ্গে স্মর্তব্য, এই গানটি তিনি ১৯৭১ সালে কনসার্ট ফর বাংলাদেশ-এ গেয়েছিলেন। নিচের ভিডিও দেখার আগে এই গানটি শুনে নেয়াই উচিত হবে। গানটির শুরুতে এবং বিশেষ করে শেষে দর্শকদের হর্ষধ্বনি লক্ষ্য করার মতো।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন