সোমবার, ৭ নভেম্বর, ২০১১

বর্বরতার অসুস্থ ঐতিহ্য


এঁকেছেন ইঁদুর

ছবিতে ক্লিক করে পূর্ণাকারে দেখুন

“দিও নাকো পশু কোরবানি, 
বিফল হবে রে সবখানি
মনের পশুরে করো জবাই, 
পশুরাও বাঁচে বাঁচে সবাই”

- কাজী নজরুল ইসলাম।

ব্রাত্য সাজ এ বিষয়ে লিখেছেন:
গরুর গাঢ় কালো চোখ জোড়ায় প্রচণ্ড মায়া দেখি আমি। কী করে মানুষ এইসব অবলা পশুকে অনিশ্চিত এবং কল্পিত পুণ্যের আশায় কোরবানী দিতে পারে... তাও আবার রাস্তাঘাটে, খোলা ময়দানে ছোট ছোট ছেলেমেয়েদের চোখের সামনে... যারা এখন থেকেই নৃশংসতা শিখছে আমাদেরই কাছ থেকে... এই ঘৃণ্য প্রথাকে আমার ধিক্কার। ছিঃ! 

থাবা বাবা'র চাঁছাছোলা কথা: 
একটা বদ্ধ উন্মাদ ৩০০০ বছর আগে একটা গল্প ফেঁদে বসলো, ১৪০০ বছর আগে আরেক মহা উন্মাদ তার দেড় হাজার বছর আগের পাগলামিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে গেল, আর আজ আমরা সেই পাগলামিকে অনুকরণ করে নিজেকে সুস্থ দাবী করি! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন