পলিটিক্যাল কারেক্টনেসের যুগে বাস করার এই এক সমস্যা। চারপাশে অগণ্য অনুভূতি আঘাত পেতে উন্মূখ হয়ে বসে আছে। তাই সত্য কথাটা বলতে গিয়েও চিনি-আবৃত করে তা প্রকাশ করতে হয়। ধর্মকারী অবশ্য পলিটিক্যাল কারেক্টনেসের ধার বড়ো একটা ধারে না। কারণ ধর্মকারীর চায় 'স্পর্শের জন্য কাতর' ধর্মাননুভূতিকে ভোঁতা করে দিতে।
বিবিসি-র "স্বর্গের অস্তিত্ব আছে কি" বিষয়ক একটি টক শো-তে এক খ্রিষ্টধর্মযাজক বললেন, "স্বর্গ একেবারেই বাস্তব"; শুনে ন্যাশনাল সেক্যুলার সোসাইটির প্রতিনিধি এক নারী ঘোষণা করলেন, "সব ধর্মের অনুসারীরাই তাদের নিজস্ব স্বর্গে বিশ্বাস করে... সাক্ষ্য-প্রমাণ ছাড়া কোনওকিছুকে সত্য ভাবাকেই বিশ্বাস বলা হয়... তবে ব্যক্তিগতভাবে আমি স্বর্গে বিশ্বাস করি না, কারণ আমি ইডিয়ট নই।"
এর পরে তাঁর ব্লগে ও ইউটিউব চ্যানেলে আস্তিকসুলভ খিস্তিখেউড়ের প্লাবন বয়ে গেল। কয়েকটি উদাহরণ:
"No you're a woman right? Therefore by induction, you're an idiot."
"She needs to be gang reaped." (বানান অবিকৃত রাখা হয়েছে)
এখন ভিডিওতে টক শো-র সেই অংশটি দেখুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন