বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১১

'পাবলিকের মুখ আপনি বন্ধ করে রাখতে পারবেন না, দুলাভাই!'


পলিটিক্যাল কারেক্টনেসের যুগে বাস করার এই এক সমস্যা। চারপাশে অগণ্য অনুভূতি আঘাত পেতে উন্মূখ হয়ে বসে আছে। তাই সত্য কথাটা বলতে গিয়েও চিনি-আবৃত করে তা প্রকাশ করতে হয়। ধর্মকারী অবশ্য পলিটিক্যাল কারেক্টনেসের ধার বড়ো একটা ধারে না। কারণ ধর্মকারীর চায় 'স্পর্শের জন্য কাতর' ধর্মাননুভূতিকে ভোঁতা করে দিতে। 

বিবিসি-র "স্বর্গের অস্তিত্ব আছে কি" বিষয়ক একটি টক শো-তে এক খ্রিষ্টধর্মযাজক বললেন, "স্বর্গ একেবারেই বাস্তব"; শুনে ন্যাশনাল সেক্যুলার সোসাইটির প্রতিনিধি এক নারী ঘোষণা করলেন, "সব ধর্মের অনুসারীরাই তাদের নিজস্ব স্বর্গে বিশ্বাস করে... সাক্ষ্য-প্রমাণ ছাড়া কোনওকিছুকে সত্য ভাবাকেই বিশ্বাস বলা হয়... তবে ব্যক্তিগতভাবে আমি স্বর্গে বিশ্বাস করি না, কারণ আমি ইডিয়ট নই।" 

এর পরে তাঁর ব্লগে ও ইউটিউব চ্যানেলে আস্তিকসুলভ খিস্তিখেউড়ের প্লাবন বয়ে গেল। কয়েকটি উদাহরণ: 

"IF THIS TRASH TALKING K*NT HAD HER F*CKNG TONGUE RIPPED OUT OF HER SUCK-HOLE, I BET THE VERY FIRST WORDS TO LEAVE HER FACE WOULD BE "OH-MY-GOD""

"No you're a woman right? Therefore by induction, you're an idiot."

"She needs to be gang reaped." (বানান অবিকৃত রাখা হয়েছে)

এখন ভিডিওতে টক শো-র সেই অংশটি দেখুন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন