সোমবার, ৭ নভেম্বর, ২০১১

চলুক জবাইযজ্ঞ!



কুমিল্লা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোরবানির পশু জবাইয়ের দৃশ্য দেখে কুমিল্লায় ঈদের সকালে 'হার্ট অ্যাটাক' হয়ে মারা গেছে মো. আবদুর রহমান সাগর নামের এক কিশোর। 

সাগর (১৭) চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের গুর্নিশকরা গ্রামের মীর হোসেন মিরুর ছেলে। 

তার খালাতো ভাই ও ঘটনার প্রত্যক্ষদর্শী মো. রাসেদ মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে ঈদের নামাজের পর সাগর গ্রামের ভূঁইয়া বাড়িতে গরু জবাই দেখছিলো। পশুর রক্ত দেখে হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে। 

সঙ্গে সঙ্গে তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জানান, সাগর হার্ট অ্যাটকে মারা গেছে। 

এ ঘটনায় সাগরের পরিবারের ঈদের আনন্দ মলিন হয়ে যায়। আশপাশের বাড়িতেও শোকের ছায়া নেমে আসে।

(লিংক পাঠিয়েছেন হাঁটুপানির জলদস্যু)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন