বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১১

ধর্মব্যবসার প্রধান মূলধন অন্ধ ধর্মভীরুরা


ধর্মব্যবসার অসংখ্য সুবিধেজনক দিকগুলোর একটি দেখুন।

ভগবানেশ্বরাল্লাহ সব ধর্মেই সর্বশক্তিমান, তবু কেন জানি তার বেজায় অর্থসংকট এবং তা পোক্তভাবে স্থায়ী ও চিরকালীন। ফলে হতদরিদ্র ভগবানেশ্বরাল্লাহর ভরণপোষণের ভার পড়ে আপনার ওপরে। আপনি পরকালের প্রলোভনে পড়ে গুচ্ছের টাকা তুলে দেন ধর্মবাজদের হাতে। বিনিময়ে তারা আপনাকে দেখায় পরকালের স্বর্গের স্বপ্ন, তবে আপনার দেয়া অর্থে তারা স্বর্গীয় জীবনযাপন করে কিন্তু এই পার্থিব জীবনেই।

আপনার অর্থ তারা হাতিয়ে নিয়েই তারা ক্ষান্ত থাকে না শুধু, তারা সুযোগ পেলে আপনার শিশুদেরকে ধর্ষণও করে পরম করুণাময়ের নামে। কদাচিত ফ্যাকড়ায় পড়লে তারা ক্ষতিপূরণ হিসেবে কিছু অর্থ আপনাকে দিতে বাধ্য হয় বটে, তবে অবস্থাটা কী দাঁড়ায়? আপনারই দেয়া টাকা আপনার কাছেই ফেরত আসে, মাঝখান থেকে ধর্ষিত হয় আপনার শিশু। কী মজাদার ব্যবসা তাদের! হায়! তবু দৃষ্টি উন্মোচিত হয় না ধর্মভীরুদের!

একটি খবর পড়ে ওপরের বকবকটুকু করতে ইচ্ছে হলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন