হ্যাঁ-না ভোটের ফলাফল থেকে এই সিদ্ধান্তে আসা গেল: যে কোনও লিংকে ক্লিক করে তা আলাদা ট্যাব/উইন্ডোতে খোলার পক্ষপাতী নন ধর্মকারীর অধিকাংশ পাঠক; তাঁরা চান, শুধু এক্সটার্নাল লিংকগুলো আলাদাভাবে খুলুক। এখন থেকে সেটাই হবে। আরও সঠিকভাবে বলি, পোস্টের শরীরের যে কোনও অঙ্গ স্পর্শ লিংক ক্লিক (পোস্টে উল্লেখিত ধর্মকারীর অন্য পোস্টের লিংকও) করলে সেটা খুলবে আলাদা ট্যাবে।
যাঁরা প্রতিটি লিংক আলাদাভাবে খোলায় অভ্যস্ত হয়ে পড়েছিলেন, তাঁরা হয়তো কপাল কুঁচকে ভাবছেন, 'আবার রাইট ক্লিক করো, মেন্যুতে open in new tab-এ লেফট ক্লিক করো... ধুরো!' না, আপনাদের হতাশ হবার বা মুষড়ে পড়ার কোনও কারণ নেই। যে কোনও ব্রাউজারে (গুগল ক্রোম, ফায়ারফক্স ও ইন্টারনেট এক্সপ্লোরার-এর কথা নিশ্চিতভাবে বলতে পারি) যে কোনও লিংক আলাদা ট্যাবে খোলার অতীব সহজ একটি তরিকা বাতলে দিচ্ছি: ctrl বাটন চেপে ধরে রেখে লিংকে বাম-ক্লিক করুন। একেবারেই বিরক্তি-জাগানিয়া পদ্ধতি নয়, ঠিক না?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন