লিখেছেন অমিয় উজ্জ্বল
আসলে বাঙালি মুসলমানের মন বড় অদ্ভুত। সে একই সাথে অনেক কিছু চায়।
- সে লিবারেলিজম চায়, আবার ইসলামও চায়।
- সে ইংরেজি চায়, আবার মাদ্রাসাও চায়।
- নারী চায়, হেজাবও চায়।
- সুদ চায়, আবার ইসলামিক ব্যাংকিং চায়।
- ঘুষ চায়, হজ্ব চায়।
- গীতবিতান, আমপারা, কোরান শরীফ, হারমোনিয়াম সবই তার ড্রইংরুমে চায়।
- তরুণী-মুখো পাখাওয়ালা বোরাক, কাবাঘর, তীরবিদ্ধ দুলদুল, শাহরুখ, মাধুরী, সালমান শাহ সব ছবিরই তার কাছে সমান কদর।
- মক্কা চায়, মুম্বাইও চায়।
- পিস টিভি চায়, স্টার প্লাস চায়, এইচবিও-ও চায়।
- লাদেনকে বাহবা দেয়, গাদ্দাফিকে বাঘের বাচ্চা বলে, তবে পাত্র খোঁজে আমেরিকান গ্রীনকার্ডধারী।
- “দেশি মডেল” “হটি জোকস” পেইজে লাইক দেয় আবার “ইসলামিক লাইফ” পেইজেও লাইক দেয়।
- ১৮ প্লাস পোস্ট এবং নবীজির স্মৃতি বিজড়িত স্থান সমূহের ছবি সম্বলিত পোস্ট দুটোতেই সমান হুমড়ি খায়।
সূত্র: আসিফ মহিউদ্দীনের এই পোস্টের চার নম্বর মন্তব্য
~~~~~~~~~~~~~~~~~
ধর্মকারীর পাঠকেরা, আসুন, আমরা এই ফিরিস্তিতে আরও কিছু যোগ করার উদ্যোগ নিই। আমি একটা দিলাম:
- মদ্যপানের মওকা সে ছাড়ে না, আবার জমজমের পানিও তার চাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন