বুধবার, ১৬ নভেম্বর, ২০১১

লিংকিন পার্ক - ২২



২. 
আল্যাফাকের এ কী অবিচার! এ বছরে হজ্বের সময় কুড়ি জন অন্তঃসত্ত্বা হজ্বযাত্রীর মিসক্যারেজ হয়েছে। 

৩. 
কুৎসিত ও বর্বর কর্মকাণ্ডগুলোর সঙ্গে ধর্মগুলোর প্রত্যক্ষ সম্পৃক্ততা মুমিনদেরকে বিচলিত করে না। কিন্তু ধর্মবিশ্বাসের বিপক্ষে জোর গলায় কথা বললে এরাই নির্ধার্মিকদেরকে তার খ্যাপা, রাগী এমনকি জঙ্গি বলে আখ্যা দেয়। নাস্তিকদের ক্রোধ ও ক্ষোভ বিষয়ে একটি সুপাঠ্য নিবন্ধ। 

৪. 

৫. 
লাল-কালো বাইবেল। ধর্মগ্রন্থগুলো কেন যে এতো পাশবিকতা, বর্বরতা ও অশ্লীলতাআকীর্ণ, ভেবে যতোটা না অবাক হই, তার চেয়ে বেশি অবাক এই এসবে অন্ধবিশ্বাসস্থাপনকারীদের আবালত্বে। 

৬. 
অনন্ত পরকালের সুখকল্পনা নিয়ে বেঁচে থাকে ধর্মবিশ্বাসীরা। কিন্তু নাস্তিকেরা কী নিয়ে বাঁচে? পরকালকল্পনাহীন, প্রত্যাশাহীন জীবনযাপন কীভাবে সম্ভব - তা ভেবে অবাক হয় আস্তিকগোষ্ঠী। ছোট্ট এক চমৎকার ভিডিওতে প্রাক্তন ধর্মযাজক, বর্তমানে ধর্মহীন এক প্রবীণ ব্যক্তি এর উত্তর দিচ্ছেন। বড়োই মায়া-জাগানো বক্তব্য। দেখে মুগ্ধ হয়েছি। 

৭. 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন