আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শনিবার, ১৯ নভেম্বর, ২০১১

ইছলামী কুযুক্তি ও অননুকরণীয় কোরান


কোরান কেন ঐশী কিতাব? কারণ কোরান অননুকরণীয়। কোরানের মতো কোনও গ্রন্থ এমনকি একটু সুরা রচনাও সম্ভব নয় কারুর পক্ষে। অন্তত এমন দাবি করে থাকে মুসলমানেরা। 'লিখে দ্যাখান দেখি এমন একটা সুরা' - এমন একটি দাবি তাদের মুখে প্রায়ই শোনা যায়। তবে সেটা যে কতোটা অমূলক ও ভিত্তিহীন, তারা, খুব সম্ভব, সেটা ভেবেও দেখে না। 

এক ভিডিওতে এক প্রাক্তন মুসলমান এই দাবির উত্তরে বলেছিলেন, আমি যদি দাবি করি "আমার অসাধারণ বউয়ের মতো আরেকটা বউ খুঁজে আনুন দেখি, তা কি কখনও সম্ভব হবে?" আজকের ভিডিওতে দেয়া উত্তরটি একটু ভিন্ন দৃষ্টিভঙ্গির: পিকাসো বা ভ্যান গগের আঁকা শিল্পকর্মগুলো অননুকরণীয় বলে সেগুলোও কি ঐশী? 

বিস্তর গবেষণা করে রচনা করা স্ক্রিপ্ট ব্যবহার করে বানানো ভিডিওটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মুসলিমদের দাবির ভ্রান্তি। 

Produce a Sura like it নামের প্রসঙ্গিক একটি কৌতূহলোদ্দীপক নিবন্ধও পড়ে নেয়া যেতে পারে। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন