আস্তিকেরা বুঝতে চায় না (নাকি পারে না?), নাস্তিকেরা ঈশ্বর-ধারণাকে কেন ফুঁ দিয়ে উড়িয়ে দেয়। এই ছোট্ট লেখাটি পড়লে হয়তো তারা বুঝতে পারবে, কী করলে আমরা, বেদ্বীনেরা, ঈশ্বরে বিশ্বাস স্থাপন করবো।
২.
Benetton-এর সাম্প্রতিকতম Unhate স্লোগানের বিজ্ঞাপনে অন্য অনেক জুটির পাশাপাশি ভ্যাটিকানের পোপ আর মিশরের ইমামকে চুম্বনরত অবস্থায় দেখানো হয়েছে। যথারীতি ব্যাপক হাউকাউ শুরু হয়েছে। সব জুটির ছবি দেখুন এখানে।
(লিংক পাঠিয়েছেন অদিতি অন্তরা)
৩.
বিবর্তনবাদ বিষয়ক বইয়ের অমূল্য খনি বিনামূল্যে।
৪.
ডারউইনের প্র-প্রপৌত্র, তাঁর তো বাই ডিফল্ট নাস্তিক হবার কথা - এমনটি মনে হতেই পারে। কিন্তু বাস্তবতা ভিন্ন। তিনি শুরুতে ছিলেন ধর্মবিশ্বাসী। সেই বিশ্বাস কীভাবে বিবর্তিত হয়ে অবিশ্বাসের রূপ নিয়েছে, সেই কাহিনী পড়ুন তাঁর নিজের লেখায়।
নিউইয়র্কে অনুষ্ঠিত The world would be better off without faith বিতর্কে তিনি বিষয়ের পক্ষে বক্তব্য রাখেন। এই বিতর্ক অনুষ্ঠান প্রসঙ্গে একটি কৌতূহলোদ্দীপক রিপোর্ট।
৫.
২.
Benetton-এর সাম্প্রতিকতম Unhate স্লোগানের বিজ্ঞাপনে অন্য অনেক জুটির পাশাপাশি ভ্যাটিকানের পোপ আর মিশরের ইমামকে চুম্বনরত অবস্থায় দেখানো হয়েছে। যথারীতি ব্যাপক হাউকাউ শুরু হয়েছে। সব জুটির ছবি দেখুন এখানে।
(লিংক পাঠিয়েছেন অদিতি অন্তরা)
৩.
বিবর্তনবাদ বিষয়ক বইয়ের অমূল্য খনি বিনামূল্যে।
৪.
ডারউইনের প্র-প্রপৌত্র, তাঁর তো বাই ডিফল্ট নাস্তিক হবার কথা - এমনটি মনে হতেই পারে। কিন্তু বাস্তবতা ভিন্ন। তিনি শুরুতে ছিলেন ধর্মবিশ্বাসী। সেই বিশ্বাস কীভাবে বিবর্তিত হয়ে অবিশ্বাসের রূপ নিয়েছে, সেই কাহিনী পড়ুন তাঁর নিজের লেখায়।
নিউইয়র্কে অনুষ্ঠিত The world would be better off without faith বিতর্কে তিনি বিষয়ের পক্ষে বক্তব্য রাখেন। এই বিতর্ক অনুষ্ঠান প্রসঙ্গে একটি কৌতূহলোদ্দীপক রিপোর্ট।
৫.
আপনি যদি মুমিন মুছলমান হয়ে থাকেন, তাহলে কোন কোন শব্দ উচ্চারণ করা আপনার জন্য হারাম, সেটা জেনে রাখা আপনার জন্য ফরজে আইন ইছলামী বিনোদনপাঠ। মিছ করিবেন না।
(লিংক পাঠিয়েছেন নীল নীলিমা)৬.
বানরসহ মহাশূন্যযান উৎক্ষপণে ব্যর্থ হয়েছে ইরান। পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই সংবাদ। তবে ব্যর্থতার কারণ উল্লেখ করা হয়নি কোথাও। সেই কারণটি উদঘাটিত হয়েছে মতিকণ্ঠের রিপোর্টে
৭.
ধর্মময় মস্তিস্কের লীলা বোঝা ভার। একটি উদাহরণ: এক ধর্মবতী ঈশ্বরের নামে পণ করলো, চল্লিশ দিন অনাহারে থাকবে। পানি ছাড়া অন্য কিছু খাবে না। এই সাইটে দুটো ভিডিও এমবেড করা আছে: একটি তার অনাহারের প্রথম দিবসে, অন্যটি চল্লিশতম দিবসে। ভিডিওদু'টি প্রাইভেট বলে সবার দেখার জন্য উন্মুক্ত নয়, তবে ধর্মবতীর খোমাখানি দেখা যায় দুটোতেই। দেখুন এবং ধর্মীয় গাধামির আরও একটি নিদর্শন অবলোকন করে নয়ন-মন সার্থক করুন।
হয়তো ডিসকাভারি চ্যানেলের ডকুমেন্টারি "ব্রেইন - আমাদের প্রত্যেকের নিজস্ব মহাবিশ্ব" এই রহস্যের সমাধান অন্বেষণে সহায়তা করবে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন