মালয়েশিয়ার বাধ্য বধূ সংঘ-এর কথা অনেকেরই মনে আছে নিশ্চয়ই। তাদের প্রকাশিত "ইছলামী সেক্স তরিকা" নামের একটি বই বিতর্কের জন্ম দিয়েছিল। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বইটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
বইটিতে নাকি "পিএইচডি লেভেল"-এর যৌনজ্ঞান দান করা হয়েছে। কিছু উদাহরণ দেয়া যাক:
> স্বামীর সমস্ত কামনা-বাসনা অনুগতভাবে পূরণ করতে স্ত্রী/স্ত্রীরা বাধ্য।
> স্বামীকে তৃপ্ত করতে স্ত্রীকে/স্ত্রীদেরকে হতে হবে উচ্চ শ্রেণীর যৌনকর্মীদের মতো।> স্বামী তার সমস্ত স্ত্রীর সঙ্গে জামাতে সেক্স করতে পারবে।
> স্বামীর আত্মা পরিষ্কার থাকলে সে বিদেশের যুদ্ধক্ষেত্রে অবস্থানকালেও স্ত্রীর সঙ্গে আধ্যাত্মিক সেক্স করতে পারবে।
... ইত্যাদি ইত্যাদি।জামাতে সেক্স করার মতো নাজুক বিষয় নিয়ে সাংবাদিকরা প্রশ্ন তুললে তাঁরা অনবদ্য একটি বিশ্লেষণ দেন। তাঁদের মতে, চার স্ত্রীর সঙ্গে একযোগে যৌনকর্মে রত হবার অর্থ এই নয় যে, প্রত্যেক স্ত্রীকে স্বামীর শয্যায় থাকতে হবে। স্বামী যখন উচ্চাঙ্গের আধ্যাত্মিকতা লাভ করে, তখন তার spiritual guardian সংস্পর্শে আসে তার স্ত্রীদের, তারা তখন যেখানেই থাকুক না কেন!
আরও বিস্তারিত জানতে এখানে পড়ুন। এবং পনেরো মিনিটের একটি ভিডিও-রিপোর্ট দেখুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন