আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

সোমবার, ১৪ নভেম্বর, ২০১১

ইবলিসের কুকথা - ০৫


লিখেছেন দিলরুবা হোসাইন

১৩.
আপনারা কি ভুবনবিখ্যাত এবং সর্বশ্রেষ্ঠ cardiologist-এর নাম শুনেছেন? তিনি হচ্ছেন জিব্রাইল। কেন জিব্রাইল সর্বশ্রেষ্ঠ cardiologist? উত্তর হলো:
১. তিনি হার্ট সার্জারি করলে মস্তিস্কে পরিবর্তন ঘটে, রোগীর মস্তিস্ক ধর্মনিষ্ঠা আর পাণ্ডিত্যপূর্ণ হয়। বর্তমান যুগের ডাক্তারেরা ধারণা করতে পারবে না, তিনি cardiologist নাকি neurologist।
২. তাঁর রোগী মাত্র একজন, মুহাম্মদ ।
৩. সার্জারি করতে তাঁর লাগে মাত্র দু'টি জিনিস - সোনার বাটি আর জমজম কুয়ার পানি।
৪. তিনি সার্জারি করার পর রোগীকে হাসপাতালে থাকার কোনো প্রয়োজন হয় না, রোগীকে অজ্ঞান করার প্রয়োজন হয় না এবং এমনকি কেউ এই সার্জনকে দেখতেও পায় না।
৫. সার্জারী শেষে তিনি রোগীকে বেহেস্ত ভ্রমণে নিয়ে যান।
সুত্র: [সহী বুখারী, বই-০৮, হাদিস নং-৩৪৫] [সহী মুসলিম বই-১, হাদিস নং-৩১৪ ]

১৪.
ধর্মে বিশ্বাস আর ঝাড়-ফুঁকে বিশ্বাস এক জিনিস। এরা যতই বিজ্ঞান পড়ুক, কোনো লাভ নেই। কারণ বিজ্ঞান হচ্ছে প্রকৃতিক ঘটনার ওপর পরীক্ষা-নিরীক্ষা ও যুক্তি-প্রমাণ। অপরপক্ষে বিশ্বাসীদের নিয়ম হলো - অপ্রাকৃতিক কথাবার্তা বিনা তর্কে বিশ্বাস করে নাও। ঝাড়-ফুঁকে কাজ হচ্ছে না? নিশ্চয় ঈশ্বর এখনো সন্তুষ্ট হয়নি। আরো কর, এর পরও কাজ হয়নি ? পরকালে এর পুরস্কার পাবা। তাই কেউ দুগ্গা-হরি, কেউ আল্লাহ-রসুল, কেউবা আবার গড-গড করেই যাচ্ছে।

১৫.
মোহাম্মদ ছিলেন ভয়ঙ্কর রকমের অতৃপ্ত। মেষপালক মোহাম্মদের অর্থলিপ্সা ছিল ভয়াবহ। তাই ৪০ বছরের বিধবা হাজেরাকে বিয়ে করেছে। ভেবেছে, খাদিজা আর কতদিন বাঁচবে, এরপর ইচ্ছে মত বিয়ে করা যাবে। কিন্তু খাদিজা মরতে মরতে মোহাম্মদের বয়স ৫০ পার হয়ে গেল। অতৃপ্তির যন্ত্রণাকাতর নবী হেরা গুহায় বসে চিন্তা করে বের করলেন নানা ফন্দি। আল্লাহকে দিয়ে ইচ্ছামত আয়াত রচনা করালেন দাসী, পুত্রের বউ, সুন্দরী যুদ্ধবন্দিনী থেকে শুরু করে ৯ বছরের শিশুকে (শুধুই নবীর জন্যে) হালাল বানালেন, কিন্তু মন আর তৃপ্ত হয় না কোনোভাবেই বৃদ্ধ, দুর্বল নবীর। তাই শুরু করে দিলেন কল্পনা, এই কল্পনারই ফসল: বেহেস্তে সবাই হয়ে যাবে যুবক; আর যুবকের জন্যে থাকবে ৭২ টি হুর। যাদের কোনো জিন বা মানব স্পর্শ করেনি। হেরা গুহায় বসে নিজের অতৃপ্তির হিসাব নিকাশ করতে করতে উন্মাদ নবী এভাবেই বেহেস্ত আবিষ্কার করলেন। অর্থের ধান্দা করতে গিয়ে বেচারা নবীর যৌবন এমনই অতৃপ্ত থেকে গেল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন