বুধবার, ১৬ নভেম্বর, ২০১১

অবর্ণিত পংক্তিমালা - ০৩


লিখেছেন অবর্ণন রাইমস

৭. 
আল্লাহপাক যা করেন কোনো না কোনো ভালোর জন্যই করেন। উনি আফ্রিকায় ভালোর জন্য এইডস এর ছড়াছড়ি দেন, দুর্ভিক্ষে ছয়লাপ করে দেন, ছোট ছোট শিশুদের হাত পা পেট পচে যায়, মাংস গলে পড়ে, শকুনে খুবলে খায়। পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহপাকের ভালো বোঝা মানুষের সাধ্যের বাইরে। তবে এটা ঠিক। উনি যা করেন ভালোর জন্যই করেন।

৮. 
ধর্ম নিয়ে ধার্মিকদের কাছে অনেক যুক্তিতর্ক পরিবেশন করা যায়। কোনো কোনো ধার্মিক তখন কুযুক্তির পসরা নিয়ে বসে, কয়েকজন ধর্ম নিয়ে না ঘাঁটানোর সু-পরামর্শ দিয়ে যায়, বাকিরা ভুল হরফে বাংরেজিতে গালিগালাজ করতে থাকে।

তবে ধর্ম যুক্তির চেয়েও বোধহয় বেশি ভয় পায় ব্যঙ্গ এবং কার্টুনকে।

যাই হোক, আমাদের মহান নবী মুমিনদেরকে উটের মূত্র খাবার পরামর্শ দিয়েছিলেন।

বাদ দিই, মুমিন গাধাদের কানে আর যুক্তি দিতে ভালো লাগে না। মুমিন হয়েছো বাপ, যাও উটের মুত খাও গে। নবী বলেছেন। ( সূত্র: বুখারি ৭.৭.৫৯০ )


৯. 
আল্লাপাক তো কলা প্যাকেট করে দিয়েছেন, তাই না? আম প্যাকেট করা আছে না? সবই প্যাকেট করা খাদ্য, বুঝলাম। তিনি নারীদের তো প্যাকেট করে পাঠাননি। নারীরা ঠিক পুরুষদের মতোই মায়ের পেট থেকে একইভাবে বের হয়ে আসে। যাকে আল্লা প্যাকেট করেননি, মুমিনরা তাকে বোরকা-প্যাকেটে মুড়িয়ে রাখতে এতো উৎসাহী কেন?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন