১.
নাস্তিক্যবাদ বনাম আস্তিক্যবাদ বিষয়ক পাঁচ শতাধিক বিতর্কের সংকলন! ভিডিও, অডিও, টেক্সট... হুলুস্থুল ব্যাপারস্যাপার।
(লিংকম্যান: শান্তনু বণিক)
২.
ইউটিউবার থান্ডারফুট নাম কুড়িয়েছিলেন ২০১০ সালে "মুহম্মদ অঙ্কন দিবস"-এর আহ্বান জানিয়ে। মূল পরিকল্পনা ছিলো অবশ্য এক মহিলা-কার্টুনিস্টের। তবে শান্তিকামী মুসলিমদের হুমকিতে তিনি পিছু হটে আসেন এবং পরে আত্মগোপন করেন। সেই সময় তাঁর এই উদ্যোগ বাস্তবায়নের উদ্যোগ নেন থান্ডারফুট। এখন তিনি যিশু সেজে রঙ্গ করে বেড়াচ্ছেন। এই কুকর্মে তাঁকে সহায়তা করছেন আরেক ইউটিউবার religiousantagonist. ছোট্ট দু'টি ভিডিও দেখে নিন: এক, দুই।
৩.
ধর্ম কি সমাজের জন্য উপকারী? ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি নিবন্ধ।
৪.
আমাদের পূর্বপুরুষদের সঙ্গে নিয়্যানডার্টাল প্রজাতির মানবদের যৌনমিলন হয়েছিল। তার প্রমাণ পাওয়া গেছে সাইবেরিয়াবাসীদের ডিএনএ-তে।
৫.
ইয়োরোপে ক্যাথলিকদের অন্যতম দুর্গ হিসেবে খ্যাত আয়ারল্যান্ড যে পদক্ষেপ নিয়েছে, তা অন্য দেশগুলোও যদি অনুসরণ করতো। ভ্যাটিকানে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে আয়ারল্যান্ড।
৬.
ঈশ্বরের কীর্তি: মধ্যপ্রাচ্যে আবার প্লাবন। ইংরেজি মতিকণ্ঠ দ্য অনিয়ন থেকে নেয়া সংবাদ।
৭.
চৌদি আজবের পুরুষেরা বউহীন হজ্ব করতে যায় কেন?
৮.
প্রায় একই সঙ্গে পাশাপাশি দুই বিছানায় দুই ভিন্ন মায়ের গর্ভে জন্ম নেয়া দুই বালিকাকে মাতৃসদনেই ভুল করে তুলে দেয়া হয় ভুল দুই মায়ের হাতে। এক মেয়ে বড়ো হয়ে ওঠে মুসলমান হিসেবে, অন্যজন - খ্রিষ্টান হিসেবে। তাদের বারো বছর বয়সে ঘটনাক্রমে এই ভুলের কথা প্রমাণিত ও প্রকাশিত হয়। তারপর?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন