সোমবার, ১৪ নভেম্বর, ২০১১

ইসলামী ইতরামি: সোয়া এক ডজন


১. 
চমৎকার ইছলামী বিচার ও ততোধিক চমৎকার শাস্তি বাস্তবায়ন পদ্ধতি! কথিত অপরাধ কি কোনও পুরুষের অংশগ্রহণ ছাড়াই সম্ভব হয়েছিল? আফগানিস্তানে মা ও মেয়েকে পাথর ছুঁড়ে হত্যা। 
(লিংক পাঠিয়েছেন মীকাঈল

২.
মিশরের নির্বাচনে পোস্টার ও প্রচারপত্রে নিজেদের ছবি ব্যবহার করছেন না মুসলিম মহিলা প্রার্থীরা, নিজেদের ছবির বদলে তাঁরা ব্যবহার করছেন তাঁদের স্বামীদের ছবি। 

৩.
শুধু জার্মানিতেই হাজার হাজার মুসলিম মেয়ে বাধ্যবিবাহের শিকার হয়েছে গত এক বছরে।

৪. 
কাবুলের মেয়েদের একমাত্র কারাগারের ওপরে একটি ডকুমেন্টারি নির্মাণ করা হয়েছে ইয়োরোপিয়ান ইউনিয়নের উদ্যোগে। তবু সেটির মুক্তি আপাতত স্থগিত সাক্ষাৎকারদাত্রী বন্দিদের নিরাপত্তার কথা বিবেচনা করে। জানা গেছে, অর্ধেকেরও বেশি কয়েদি "জেনা" অর্থাৎ নৈতিক অপরাধে দণ্ডিত - কেউ পালিয়েছে বাধ্যবিবাহের খপ্পর থেকে, কেউ অত্যাচারী স্বামীর হাত থেকে, কেউ ধর্ষিতা হয়েও অপরাধী বিবাহবহির্ভুত যৌনসম্পর্ক স্থাপনের দায়ে... কী চমৎকার ইসলামী বিচারব্যবস্থা! অনেক মেয়েকে আটকে রাখা হয়েছে সাজার মেয়াদ পার হয়ে যাবার পরেও। একজনের কথা জানা গেছে, সে হয়তো মুক্তি পাবে, কারণ সে অবশেষে রাজি হয়েছে তার ধর্ষককে বিয়ে করতে। বিবিসি-র রিপোর্ট। সেখানে এমবেড করা ছোট্ট ভিডিওটি দেখতে ভুলবেন না। 

৫.
মুমিন মুসলমান ভাইগণ, জন্মদিন পালন ইসলামে নিষিদ্ধ, কারণ সেটা পাশ্চাত্য সংস্কৃতি এবং সে কারণেই শরিয়া আইনের পরিপন্থী। টাটকা এই ফতোয়া জারি করেছেন ভারতের দেওবন্দের দারুল উলুমের ভাইস চ্যান্সেলর। 

৬.
আল্লাহু আকবর ধ্বনি তুলে চার্চ আক্রমণ করে নাইজেরীয় শান্তিকামী ইসলামীরা হত্যা করেছে মাত্র ৬৭ জন কাফেরকে।

৭.
ক্রুশ পরার কারণে এক খ্রিষ্টান ছাত্রকে হত্যা করেছে মুসলিম ছাত্ররা। 

৮.
এই না হলে ফাকিস্তান! সেখানে বিভিন্ন স্কুলের পাঠ্যসূচিতে হিন্দু ও খ্রিষ্টানদের প্রতি অবমাননাকর মন্তব্য ও অসহিষ্ণু মনোভাব পোষণে উসকানি দেওয়া হচ্ছে।

৯. 
থাবা বাবা লুক্ষ্রাপ! একটা সাধারণ সংবাদ, অথচ সেটার লিংক পাঠিয়ে তিনি লিখলেন: মহাম্যাড-এর সাথে এর খুব যোগাযোগ আছে কি না, জানি না।... বদ লুক! না, মহাম্যাড নয়, থাবা বাবা।

১০. 
আরব বসন্তের ফুল ফুটতে শুরু করেছে। খ্রিষ্টান, সেক্যুলার বা উদারপন্থী কোনও প্রার্থীকে ভোট দেয়া নিষিদ্ধ ঘোষণা করে ফতোয়া জারি করা হয়েছে মিশরে।

১১.
কানাডার মুসলিমদের শতকরা ৩৫ জন অর্থাৎ প্রতি তৃতীয়জন ইসলামী সন্ত্রাসবাসী সংগঠনগুলোর বিরোধী নয়। শতকরা ৬২ জন অন্তত কিছুটা শরিয়া আইনের প্রবর্তন কামনা করে কানাডায়। আর ১৫ শতাংশ মুসলিম মনে করে, প্রত্যেক মুসলিমের জন্য শরিয়া আইন বাধ্যতামূলক। এই খবরের লিংকে এমবেড করা ভিডিওটি খুবই বিশ্লেষণী বলে অবশ্যদ্রষ্টব্য।

১২.
মুসলিম মানেই সন্ত্রাসবাদী - এই স্টেরিওটাইপ ভাঙতে এক সংগঠনের সক্রিয় সদস্যা ছিলেন এই কানাডীয় মুসলিমা। সম্প্রতি অভিযুক্ত হয়েছেন লেবাননে অস্ত্র পাচারের অভিযোগে

১৩. 
শহীদ হওয়া হইলো না আমার (গুগল-অনুবাদ, ছবিটা ভয়াবহ)... মসজিদে গিয়া বোমা ফাটানোর প্ল্যান ছিলো। কিন্তু...

১৪. 
নিজের কানে কখনও শুনিনি, তবে অনেক মোল্লাই নাকি প্রচার করে - বাংলায় কোরান পড়া হারাম। কারণ কুৎসিত ও কদর্য কাহিনী- ও বাণীকণ্টকিত কোরান পড়লে চিন্তাক্ষম যে কোনও ব্যক্তিই ইসলাম ত্যাগ করবে। থলের বেড়াল বের হয়ে যাক, কে-ই বা চায়! যেমন চায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম।

১৫.
মালয়েশিয়ায় এলটন জনের প্রথম কনসার্ট বানচাল করতে উঠে-পড়ে লেগেছে এক ইছলামী দল। তাদের, বোধহয়, ধারণা, সমকামী এলটন জনের কনসার্ট দেখলে মোমিন মুসলিমরা দলে দলে সমকামী বনে যাবে! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন