মুসলিম মানসপটের কিছু স্ক্রিনশট-এ আমরা দেখেছিলাম মুমিন মুসলমানদের খিস্তি-খেউড়ক্ষিপ্রতা ও গালি-গালাজপারঙ্গমতার কিছু নিদর্শন। মুমিন খ্রিষ্টানদেরও যে এ ব্যাপারে সহজাত ও সাবলীল দক্ষতা আছে, তার নমুনা দেয়া হয়েছিল ধর্মবিশ্বাসীদের মজ্জাগত হত্যাহুমকি নামের পোস্টে।
আসলে যুক্তি-তথ্যের সামনে কোণঠাসা হয়ে পড়লে ওটিই যে তাদের একমাত্র আশ্রয়!
আসলে যুক্তি-তথ্যের সামনে কোণঠাসা হয়ে পড়লে ওটিই যে তাদের একমাত্র আশ্রয়!
আজ দেখা যাক, ইউটিউবার CultOfDusty-র পাওয়া ধর্মবিশ্বাসীসুলভ খিস্তি-গালির কিছু উদারহরণ।
* সব ধর্মবিশ্বাসী গালিগালাজপ্রবণ ও হুমকিবিলাসী, তা সত্য নয়। তবে ধর্ম বিষয়ে তর্ক-বিতর্কে অংশ নেয়া অধিকাংশ আস্তিকের ক্ষেত্রে এ কথা প্রযোজ্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন