আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শুক্রবার, ১১ নভেম্বর, ২০১১

লিংকিন পার্ক - ২১


১.
ক্যাথলিক চার্চের পলিসি উপদেষ্টার মতে, সমকামীরা শয়তানের সৃষ্টি
(লিংক পাঠিয়েছেন মৌনতা) 

২.
বর্তমান জগতে নির্ধার্মিকদের সরব সক্রিয়তার পেছনে যাঁদের অবদান সবচেয়ে বেশি, তাঁদের মধ্যে অন্যতম একজন ক্রিস্টোফার হিচেন্স। বর্তমানে ক্যান্সারে আক্রান্ত এই 'জঙ্গি' নাস্তিককে ধন্যবাদ জানিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পানপাত্র তুলে ধরেছে তাঁর গুণমুগ্ধরা। খুবই আন্তরিক ভিডিও। দেখে মনটা ভালো হয়ে যায়। পানপাত্র তুলে ধরি আমিও। চিয়ার্স!

৩.

৪. 
লক্ষ-লক্ষ মোল্লার ফেলে যাওয়া হজ্বোত্তর বর্জ্য চৌদি আজবের পবিত্র নগরীকে পরিবেশ দুষণের হুমকির মুখে ফেলে দিয়েছে। বুঝি না, আল্যাফাক নির্বিকার কেনু! 'কুন' কইলেই তো সব ঠিক হওয়ার কথা!

৫. 
স্লথের চোখে ঈশ্বর। মজারু ভিডিও। 
(লিংক পাঠিয়েছেন কৌস্তুভ) 

৬. 
ইন্টারনেটে ধর্মগুলোর পশ্চাদ্দেশ যেভাবে প্রহৃত হচ্ছে, তাতে ধর্মবাজদের আতঙ্কিত হবার যথেষ্ট কারণ আছে। অতএব তারা প্রতি-পদক্ষেপ নিচ্ছে এবং নেবে। মালয়েশিয়ার এক মন্ত্রী মুমিন মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন ইন্টারনেটে ইসলামের সমালোচনার উপযুক্ত জবাব দিতে। 

৭. 
কিশোর-তরুণেরা প্রচলিত ভিত্তিহীন প্রথা ও বিশ্বাসকে প্রশ্ন করতে শিখে গেলে বুঝতে হবে, তারা সঠিক পথে আছে। তেমন এক তরুণীর ভিডিও। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন