রবিবার, ১৩ নভেম্বর, ২০১১

বিবর্তনবাদ অর্থ বিশ্বাস বাদ


বিবর্তনবাদ মেনে নিলে জীবন থেকে ধর্ম বাদ পড়ে যায় বলে। যে সব পরীক্ষায় উতরে গেলে কোনও তত্ত্বকে বৈজ্ঞানিক আখ্যা দেয়া যায়, বিবর্তনবাদ সেই সব পরীক্ষা পেরিয়েছে সাফল্যের সঙ্গে। বিবর্তন সত্যিকার অর্থেই বাস্তবতা। তবু ধর্মবদ্ধ মস্তিষ্ক তা গ্রহণ করতে নারাজ। সৃষ্টিতত্ত্ববাদ বিজ্ঞানের সবচেয়ে মামুলি পরীক্ষাতেই মুখ থুবড়ে পড়ে যায়, তবু তাতেই আস্তিকীয় আস্থা। 

ছোট্ট এক অনবদ্য ভিডিও দেখুন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন