মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১১

স্বনির্মিত সীমিত কূপে


পৃথিবীর সব মানুষ যদি যুক্ত-তথ্য-উপাত্ত-প্রমাণ খোলা মনে গ্রহণ করতে পারতো, তাহলে ধর্মবিশ্বাসী বলে কোনওকিছুর অস্তিত্ব থাকতো না। কিন্তু হায়, বাস্তবতা একেবারেই বিপরীত। চাক্ষুষ প্রমাণ পেয়ে কিংবা নিজেদের অবস্থানের অসাড়তা, অসারতা ও ভ্রান্তি স্পষ্টভাবে উপলব্ধি করেও ধর্মবিশ্বাসীরা কেন আঁকড়ে ধরে থাকে তাদের অমূলক, ভিত্তিহীন বিশ্বাস? 

ইউটিউবার Laci Green বিশ্লেষণ করার চেষ্টা করেছেন সেটা। হয়তো সমস্ত কারণ তিনি উল্লেখ করেননি, তবে তাঁর উল্লেখিত কারণগুলো চমৎকারভাবে উপস্থাপিত এবং সেসব যথেষ্টই যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য মনে হয়েছে আমার। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন