১.
ভারতের মধ্য প্রদেশের স্কুল-সিলেবাসে ভগবত গীতা অন্তর্ভুক্ত হবে। নূরের পথযাত্রা সফল হোক।
(লিংক: কৌস্তুভ)
২.
বোরখায় ঢাকা মেয়ের চোখ দেখলেও মুমিন যৌনকাতর হয়। তাই চৌদি আজবে মেয়েদের চোখ ঢাকা বাধ্যতামূলক করা হবে। ইতোমধ্যে সকলের জানা এই খবরের মতিকণ্ঠীয় ভার্শন, যেটির প্রধান বক্তব্য, "মুমিনদের ঈমান নড়াচড়া শুরু করা মানেই পরিণতিতে বিশ্বাসপাতের সম্ভাবনা।"
৩.
খারাপ বাক্য সম্বলিত এসএমএস ব্লক করে দিতে নির্দেশ দিয়েছে পাকিস্তান টেলিকম অথোরিটি।
(লিংক: অদিতি অন্তরা)
৪.
হোয়াইট হাউস লক্ষ্য করে গুলি ছুঁড়েছিল কে, জানেন? ধর্মবিশ্বাসবদ্ধ মগজের মালিক "আধুনিক যুগের যিশু"।
(লিংক: কৌস্তুভ)
৫.
ইসলাম ধর্মে পোক্তভাবে দীক্ষিত হলে মুমিন মুসলিম নারীজাতিকে তাচ্ছিল্য/অবজ্ঞা/হেয়/ঘৃণা করতে বাধ্য। ইসলাম সেটাই শেখায়। কোরানে আছে অজস্র নারীবিদ্বেষী বাণী, নারীদের নিম্নশ্রেণীর প্রাণী হিসেবে নির্দেশ করে অনেকবার বক্তব্য দিয়েছেন ইসলামের নবী। আর তাই আমাদের সকলের প্রিয় সোনার বাংলা ব্লগে এক ঈমান্দার বান্দার এই পোস্টটি পড়ে বিস্মিত হইনি।
(লিংক: guest)
৬.
স্কুলে ধর্মশিক্ষার প্রয়োজন আছে কি না, এ বিষয়ে ব্রিটিশ টিভিতে রিচার্ড ডকিন্সের অংশগ্রহণে। প্রথম অংশ। বাকি পাঁচ অংশের লিংক এই অংশের ডেসক্রিপশানে দেয়া আছে।
৭.
অনেক আগে কোথায় যেন পড়েছিলাম, গত এক হাজার বছরে আরবী ভাষায় (অর্থাৎ কমপক্ষে ২৬টি দেশে) যতো বই অনূদিত হয়েছে, স্পেনে এক বছরে অনূদিত হয় তারচেয়ে বেশি বই। এই তথ্যটা দেয়ার আগে মনে হলো, তথ্যসূত্র ছাড়া এই বক্তব্যের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। শরণ নিলাম গুগলাল্লাহর। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, এবং প্রার্থনার জবাব দেন। তাঁর দেয়া প্রথম লিংকেই তথ্যসূত্র জুটে গেল।
কথাটা স্মরণে এসেছিল এই খবরটি পড়ে: Knowledge Society স্ট্যাটাস পাওয়ার সিদ্ধান্ত নিয়েছে চৌদি আজব... হা হা হা হা হা হা হা হা
(লিংক: শেষনবী আমিনী)
৮.
আমাদের আরেক প্রিয় সবুজ বাংলা ব্লগের একটি লাদি-খণ্ড। কুনহানকার কুন গ্রিনিচ মিন টাইমরে আমরা হুদাই পাত্তা দিই কাবা মিন টাইম থাকতে। একটি বৈজ্ঞানিক অভিসন্দর্ভ।
(লিংক: অশোভন)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন