ধর্মবিশ্বাসীদের কাছ থেকে প্রায়ই এই বাক্যটি শোনা যায়: অন্যের বিশ্বাসকে আঘাত/সমালোচনা করার "অধিকার" কারুর নেই। এখানে "অধিকার" শব্দটি লক্ষণীয়। কোন আইনে এমন কথা লেখা আছে, জানতে ইচ্ছে করে। আইন বানিয়ে কোনও ধারণা বা বিশ্বাসকে সমালোচনা থেকে রক্ষা করতে হলে তা ধারণাটিকে ধজভঙ্গগ্রস্ত হিসেবেই প্রতীয়মান করে ও সেটির দৌর্বল্য প্রকট করে তোলে।
ভেবে পাই না, তাদের পক্ষে আছে সর্বশক্তিমান ভগবানেশ্বরাল্লাহর দল, তবু তারা কেন আমাদের মতো চুনোপুঁটিদের সমালোচনায়, ব্যঙ্গে পীড়িত ও নির্যাতিত বোধ করে? বিশ্বাসের ভিত্ত মজবুত নয় বলে? তারাও কি মনে মনে জানে যে, তাদের সর্বক্ষমতাবান ভগবানেশ্বরাল্লাহ বাস্তবে নির্বীর্য, অক্ষম? আমাদের মতো তুচ্ছদের যৌনকেশোৎপাটনও সম্ভব নয় তার দ্বারা?
ধর্মের বিরুদ্ধে কিছু বললেই সেটাকে হেইট স্পিচ হিসেবে গণ্য করাটা কেন গাধামি, বুঝিয়ে দিচ্ছেন পরম যুক্তিবাদী ইউটিউবার Zinnia Jones.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন