আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

রবিবার, ১৩ নভেম্বর, ২০১১

বুদ্ধুত্বময় বৌদ্ধধর্ম


অন্য ধর্মগুলোর মতো বৌদ্ধধর্মও বুদ্ধুত্বময়।

এই যেমন, বর্তমান দালাই লামা কীভাবে দালাই লামাত্ব লাভ করেছিলেন, তা জেনে আরও নিশ্চিত হয়েছি। সংক্ষেপে বলি। পূর্বতন অর্থাৎ তেরোতম দালাই লামার মৃত্যুর পর তার মৃতদেহের মাথা দক্ষিণ-পূর্বমুখী হয়ে ছিলো, তারপর এক সময়ে তা হয়ে পড়ে উত্তর-পূর্বমুখী। অলৌকিক এই ঘটনা অবলোকন করেছিল কয়েক ভিক্ষু। দু'বছর বয়সী বর্তমান দালাই লামার বাস তখন উত্তর-পূর্বে! পরে যখন এই বালককে মৃত দালাই লামার কিছু খেলনা দেখানো হয়, ওসব দেখে সে বলে ওঠে, "আমার", এবং এভাবেই প্রমাণিত হয়, তার আদলে মৃত দালাই লামার পুনর্জন্ম হয়েছে। সেই বালক এখন পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি।

বৌদ্ধধর্মের ভড়ং-এর একটি নমুনা

এই বুলশিট ধর্মের প্রতি পুতুপুতু দুর্বলতা বোধকারীদের জ্ঞাতব্য আরও একটি তথ্য: গত কয়েক মাসে এগারোজন বৌদ্ধ ভিক্ষু স্বেচ্ছায় তাদের জীবন উৎসর্গ করেছে। ধর্মবিশ্বাসই ছিলো তাদের প্রধান চালিকাশক্তি। অর্থাৎ বাকি যে কোনও ধর্মবিশ্বাসের মতো এই ধর্মবিশ্বাসও মানুষকে অন্ধ করে ফেলে। অতএব এই ধর্মকে বিশেষ আসনে বসানোর ভিত্তি একেবারেই নেই।


ওপরের ছবিটি দেখে মনে হলো, ইসলামী আত্মঘাতী জঙ্গিদের সঙ্গে এদের পার্থক্য, আমার চোখে, একটাই: ইসলামীরা অন্যদেরকে নিয়ে মরে।

বিশদ পড়ুন এখানে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন