লিখেছেন নাসির আবদুল্লাহ
আআআআআ, আই আই, আই আই, আই আই-
উরপে-নিচে-আগে-পিছে যত মানুষ জন
মম্মদ মিয়ার ইস্কি-ফিলিং শুনেন দিয়া মন;
কন্যায় জয়নব বিবি
কন্যায় জয়নব বিবি, বদের ঢিবি ফিক্কির ফিক্কির হাসে
তাইনা দেখে মম্মদ মিয়ার লুঙ্গি জলে ভাসে
বলেন চুভান লাল্লা
বলেন চুভান লাল্লা তেনার লিল্লা বুজা বড়ই দায়
সরল পথের কথা কইয়া, ব্যাকা পথে যায়
নাসের মরে লাজে
নাসের মরে লাজে চোখের মাঝে, মম্মদেরো লিলা
জয়নবেরো দৃষ্টিবানে ঈমান ওইলো ঢিলা,
বলেন ছি ছি
বলেন ছি ছি, বলে কি, তাও কি ওইতে পারে?
আল্লার রসুল মম্মদ মিয়া কেমনে তাহা করে?
যতই ছি ছি
যতই ছি ছি আমার কি? হাচা কতা কই
জয়নবেরো শইলের লাগি মম্মদ লিখছে বই,
শুনেন মোনো দিয়া।
শুনেন মোনো দিয়া, জায়িদ মিয়া- সুবোধ বালক ছিল
পিতা মাতা হারায় জায়িদ বড়ই অসায় হইল
ব্যথায় ভরে হিয়া
ব্যথায় ভরে হিয়া মম্মদ মিয়া বাঞ্ঝা (বন্ধ্যা) আছিল,
তারি লাগি ওরসে তাহার পুত্র-কন্যা না আসিল
বলেন নাউযুপিল্লাহ!
বঅঅঅলেন নাউযুপিল্লাহ, কাফের হইলা নাসের মিয়াগন,
খাদিজারো বুদ্দি-কলে, জায়িদের হইলো আগমন
মম্মদ মুচকি হাসে
মম্মদ মুচকি হেসে ভালবেসে জায়িদেরে পুত্র ডাকিল,
এতিম বালক বাপ ডাকিয়া নিজের পরানো জুড়াইল
বলেন আলামুলিল্লাহ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন