১.
আল্লার নামে জান কুরবান
আল্লাই নেকি করবেন দান,
এটাই খোদার ধর্ম!
গরুর চক্ষু জল টলমল
মানুষের তাই খুশি ঝলমল,
ছিলিবে গরুর চর্ম!
উল্লাস করে বকরি জবাই
রক্তে দু'হাত রাঙাবে সবাই,
এটাই ঈদের মর্ম!
২.
ভোরের রোদে
ঊর্ধ্ব পোঁদে
ঊর্ধ্ব পোঁদে
নামাজ পরে বান্দা!
ছুরির ধারে
বকরি মারে
মাংস হবে রান্ধা!
৩.
ভোর হলো দোর খোল
মুমিনেরা ওঠো রে,
দল বেঁধে একসাথে
ঈদগাহে ছোটো রে!
কষে দড়ি হাতে ছুরি
মোল্লা যে চলল,
গরুটাকে চেপে ধরে
খোদা নাম বললো!
মেখে খুন ওরে শোন
খোদা ওই চাইল,
ঘরে গিয়ে দেখ ত্বরা
মাংস কে খাইল!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন