প্রথম আলো বড়োদিন (কী ভয়ানক আজব শব্দ!) উপলক্ষে তাদের প্রথম পাতায় এই ছবিটি ছেপেছে।
ছবিটি দেখে আমার মনে যে-প্রশ্নের উদয় হলো, তা, খুব সম্ভব, আমার অজ্ঞতাপ্রসূত। তবু প্রশ্নটি করি: ছবিতে দু'খানা গরুর উপস্থিতি কেন? এবং গরুদুটোর গলায় মালা-ই বা কেন? নাকি হিন্দুদের উপাস্য গরু, যা কিনা মুসলিমদের কাছে কোরবানিযোগ্য জীব, এখন খ্রিষ্টধর্মেরও অবিচ্ছেদ্য অংশ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন