১.
কানাডায় নাগরিকত্বের শপথ গ্রহণে নেকাব নিষিদ্ধ।
২.
ভ্যাট ‘ফাঁকি’ দেয়া ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক সর্বাগ্রে।
৩.
বুদ্ধিখেকো বিশ্বাসমানুষকে কতোটা হ্যাবলাকান্ত বানিয়ে দিতে পারে, তার আরও একটি নিদর্শন দেখুন। ডলারের মূল্য বেড়ে যাওয়ায় দুর্বল হয়ে পড়া ভারতীয় রুপিকে প্রার্থনার জোরে বলবান করে তোলার প্রয়াস।
৪.
পর্নো-ডোমেইন .xxx-এ নিবন্ধন শুরু হয়েছে খুব বেশিদিন হয়নি। সম্প্রতি vatican.xxx ডোমেইনটি নাম না জানা ব্যক্তি/প্রতিষ্ঠান কিনে নিয়েছে। ধারণা করা হচ্ছে, ভ্যাটিকানের নাম ব্যবহার করে যাতে কেউ পর্নোসাইট চালাতে না পারে, তাই ভ্যাটিকানই তা কিনে নিয়েছে। যদিও ভ্যাটিকান সে কথা অস্বীকার করেছে। আচ্ছা, যদি ভ্যাটিকান ওই ডোমেইনে পর্নো সাইট চালু করে সত্যি সত্যি (কল্পনা করতে দোষ কী!), তাহলে কি সেটির বিশেষত্ব হবে চাইল্ড-পর্ন?
৫.
সহস্র ঈশ্বরের দেশ ভারতে নাস্তিক্যবাদ বিষয়ে গত জুন মাসে প্রকাশিত একটি নিবন্ধ।
৬.
ক্রিস্টোফার হিচেন্সের দেয়া শেষ সাক্ষাৎকার। নিয়েছেন রিচার্ড ডকিন্স।
৭.
চার্লস ডারউইনের সমস্ত রচনা এখন অনলাইনে লভ্য। লিংকটি আগেও একবার প্রকাশ করা হয়েছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন